সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দবং’। এই সিরিজে সলমন খান অভিনীত চুলবুল পাণ্ডে চরিত্রটি জনতামহলে দারুণ জনপ্রিয়। ‘দবং’ সিরিজের চতুর্থ কিস্তি নিয়ে ভক্তদের উত্তেজনা আকাশছোঁয়া। সলমন খানের জনপ্রিয় চুলবুল পাণ্ডে-র চরিত্রে আরেকবার তাঁকে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা বহুদিন ধরে। তবে এখন পর্যন্ত ‘দবং ৪’-এর নির্মাণ নিয়ে কিছুই চূড়ান্ত হয়নি—কখনও ভাই আরবাজ খানের মন্তব্য, কখনও মিডিয়ার গুঞ্জন... এসব চলছিল অনেক দিন ধরেই। এবার শোনা যাচ্ছে, ‘দবং ৪’ নাকি আর তৈরি হবে না!
ফিসফাস, চুলবুল পাণ্ডে যেহেতু রোহিত শেট্টির কপ-ইউনিভার্সে ঢুকে গিয়েছে, তাই সেই চরিত্রটিও এগোবে সেখানকার গল্পের সূত্র ধরেই। ফলে, আলাদা করে এমন কিছু করা চুলবুলের পক্ষে এখন আর সম্ভব না যার সঙ্গে কপ-ইউনিভার্সের আবহের মিল নেই। অবশ্য এই নিয়ে এখনও পর্যন্ত সলমন অথবা আরবাজ খানের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
অবশ্য গত বছর আরবাজ খানের ‘পাটনা শুক্লা’ ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সলমন। সেখানে এই ছবি প্রঙ্গে সলমন বলেছিলেন, “এই ছবিটা খুব শিগগিরিই হবে। আমি আর আরবাজ—আমরা দু’জনে চিত্রনাট্য নিয়ে রাজি হয়ে গেলেই, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে কাজ।”
প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহম’। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি, ‘সিংহম’। বক্স অফিসে সাফল্যের পর ২০১৪ সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘সিংহম রিটার্নস’। এর দশ বছর বাদে মুক্তি পেয়েছে ‘সিংহম ৩’ তথা ‘সিংহম এগেইন’। আর সিংহমের নতুন সিক্যুয়েলে দেখা গিয়েছে চুলুবুলরূপী অভিনেতা সলমন খান-কে।
খবর, রোহিতের 'কপ ইউনিভার্স-এর আগামী তৈরি হতে চলেছে সলমন খান এবং অজয় দেবগণকে নিয়ে! ছবির নামও নাকি ঠিক করা হয়েছে-' মিশন চুলবুল সিংহম'। আরও খবর, সেই ছবির গল্প এগোবে 'সিংহম' ও 'চুলবুল'কে নিয়ে। 'মিশন চুলবুল সিংহম'ও যে অ্যাকশনের দিক থেকে কপ-ইউনিভার্সের বাকি ছবিদের ছাপিয়ে যাবে সেকথাও জোর গলায় জানিয়েছে ওই সূত্র। অন্য একটি সূত্র জানিয়েছে, 'সিংহম এগেইন'-এ সলমনের ছোট্ট ঝলক 'বিরাট কিছু' শুরু হওয়ার প্রাক প্রস্তুতি। 'মিশন চুলবুল সিংহম'-এর মাধ্যমেই রোহিতের পরিচালনায় প্রথমবার পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাজ করবেন সলমন।
