আগামী মাসে ৬০ বছরে পা দেবেন সলমন খান। জন্মদিনের আগে ভক্তদের জন্য এল আরও এক সুখবর। সলমনের ভাই এবং প্রযোজক-অভিনেতা আরবাজ খান নিশ্চিত করেছেন যে ‘দাবাং ৪’ তৈরি হচ্ছে। অর্থাৎ আবারও ‘চুলবুল পাণ্ডে’ রূপে পর্দায় ফিরছেন সলমন।

সব বয়সি দর্শকের কাছে ‘দাবাং’ সিরিজ ব্যাপক জনপ্রিয়। তাই চতুর্থ কিস্তির সম্ভাব্য ঘোষণা ভক্তদের মধ্যে আগেই উত্তেজনা সৃষ্টি করেছিল। সলমন এবং সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাবাং ৩’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এরপর থেকেই শোনা যাচ্ছিল—আরও একবার চুলবুল পাণ্ডে হয়ে ফিরবেন ‘ভাইজান’।

অবশেষে আরবাজ সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ, ‘দাবাং ৪’ তৈরি হচ্ছে। তবে কবে আসবে, তা বলতে পারছি না। এটা যে হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সলমন আর আমি বিষয়টি নিয়ে আলোচনা করছি। তাড়াহুড়ো নেই, কিন্তু সময় হলে অবশ্যই তৈরি হবে।”

২০১০ সালে অভিনব কাশ্যপ পরিচালিত ‘দাবাং’ প্রথম মুক্তি পায়। ২০১২ সালে আসে ‘দাবাং ২’, যা পরিচালনা করেছিলেন আরবাজ খান নিজেই। তৃতীয় কিস্তি ‘দাবাং ৩’ পরিচালনা করেন প্রভু দেবা, মুক্তি পায় ২০১৯ সালে।

সলমন খানের বিরুদ্ধে একাধিক বিতর্কিত অভিযোগ তুলে নতুনভাবে আলোচনায় উঠে এসেছেন অভিনব। পরিচালক জানিয়েছেন, সলমন তাঁর ভাই আরবাজ খানের প্রতি দীর্ঘদিন ধরে বিদ্বেষ পোষণ করে আসছেন। কাশ্যপের দাবি, সলমন ও আরবাজের সম্পর্ক অত্যন্ত খারাপ। এমনকী ‘দাবাং’-এ কাজ করার সময়ে সলমন তাঁকে জানিয়েছিলেন যে তিনি ছবিতে আরবাজের উপস্থিতি কমাতে চান।

কাশ্যপ এক সাক্ষাৎকারে বলেন, “এই ভাইয়েরা একে অপরকে ঘৃণা করে, কিন্তু আমি জানি না কেন ওরা একসঙ্গে থাকে। এই পরিবারকে বোঝা খুব কঠিন। আরবাজ নিশ্চয়ই সলমনকে ছবিতে তাঁর সময় কমিয়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছিল। কিন্তু ওঁরা আমার সামনে ঝগড়া করেনি।”

একবার নাকি সকলের সামনেই দুই ভাইয়ের মধ্যে তীব্র ঝামেলা হয় বলে দাবি করেন পরিচালক। তাঁর কথায়, “একবার আমার সামনে আরবাজ এবং সলমনের মধ্যে ঝগড়া হয়, সেই সময় সলমন বাসন ছুঁড়ে মারে। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ওদের ঝগড়া থামাতে যাওয়ায় উল্টে সলমন আমায় গোটা বিষয় থেকে দূরে থাকতে বলে।”

তবে ফের আরবাজের পরিচালনায় সলমনের ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজিতে ফেরা যেন যাবতীয় গুঞ্জনে জল ঢেলে দেয়। অভিনবের দাবিকে নস্যাৎ করেই ফের জুটি বাঁধছেন দুই ভাই।

বর্তমানে সলমন খান সঞ্চালনা করছেন বিগ বস ১৯। আগামী বছর তাঁর নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাবে, যা পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া।