সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মৃত্যুর মুখে সলমন!
বহুদিন ধরেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন সলমন খান। এর মাঝেই মৃত্যুর মুখ থেকে প্রাণ হাতে করে ফিরেছেন সলমন। সম্প্রতি ভাইপো আরহান খানের পডকাস্টে সেই মারাত্মক অভিজ্ঞতার কথাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন 'ভাইজান'। সলমন জানান, শ্রীলঙ্কা থেকে বিমানে ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সোনাক্ষী সিনহা ও সোহেল খান। হঠাৎ বিমান খুব জোরে কাঁপতে শুরু করে। বিমানসেবিকারা জানান, আবহাওয়ার কারণে এমনটা হচ্ছে। পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত খোদ বিমানচালক। সলমনের কথায়, "নিজের চোখে দেখি, বিমানসেবিকা হাত জোড় করে ঈশ্বরকে ডাকছে। আচমকা অক্সিজেন মাস্কগুলো খুলে মুখের সামনে এসে পড়ে। তখন তো ভেবেছিলাম, ব্যস, আজকেই আমার শেষ দিন। সেদিনকে খুব ভয় পেয়েছিলাম। মৃত্যুকে সামনে থেকে দেখেছিলাম।"
কেন ২৫ কেজি ওজন বাড়ালেন ভিকি?
১৪ ফেব্রুয়ারি, প্রেমদিবসে বড়পর্দায় মুক্তি পাবে ভিকি-রশ্মিকা অভিনীত ছবি 'ছাবা'। ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয়ের জন্য ওজন বাড়ানো ছিল ভিকির কাছে বিরাট চ্যালেঞ্জ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছে তাঁকে। ৮০ কেজি থেকে হয়েছেন ১০৫ কেজি। সেই সঙ্গে তলোয়ার চালানো, ঘোড়া চালানোও শিখতে হয়েছে তাঁকে।
একফ্রেমে সামান্থা-উরফি
সমাজমাধ্যমে উরফি জাভেদের তৈরি করা অদ্ভুত পোশাকের প্রশংসা করেছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তারপর থেকেই তাঁদের বন্ধুত্ব চোখে পরার মতো। সম্প্রতি, দু'জনকে দেখা গিয়েছে মুম্বইয়ের এক রেস্তোরাঁয়। একসঙ্গে ছবি তুলে সামান্থা সমাজমাধ্যমে ভাগ করে লেখেন, 'অবশেষে'। সামান্থা-উরফির এই ছবি এই মুহূর্তে নেটিজেনদের চর্চায়।
