সংবাদ সংস্থা মুম্বই: বক্স অফিসে ‘সিকান্দর’ প্রত্যাশা পূরণে খানিক ব্যর্থ, কিন্তু সলমন খানের 'ঈদ-ট্র্যাডিশনে' কোনও  ফাঁক নেই! প্রতি বছর ঈদে নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা  থেকে ভক্তদের শুভেচ্ছা জানানো তাঁর রীতি। তবে এবার? দৃশ্যটা ছিল পুরোই আলাদা! উন্মাদনা ছিল আগের মতোই, কিন্তু মাঝখানে ছিল বুলেটপ্রুফ কাচ।

 

 

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শুভ্র কুর্তা-পাজামায় সজ্জিত সলমন, সঙ্গে তাঁর ছোট্ট ভাগ্নে ও ভাগ্নি আয়াত-আহিল। উচ্ছ্বসিত জনতার উদ্দেশ্যে হাসিমুখে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, ‘নমস্তে’ করছেন টাইগার। আবার পাশাপাশি আয়াতকে কোলে তুলে, হাতে ধরে দেখাচ্ছেন ভক্তদের উচ্ছ্বাস।

 

 

তবে, প্রশ্ন একটাই— খোলা বারান্দার বদলে বুলেটপ্রুফ কাচের পিছনে দাঁড়িয়ে কেন সলমন? কারণ, গত দুই বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে রয়েছেন তিনি! তাই এবার খোলা বারান্দা নয়, কাচের আড়াল থেকেই ভক্তদের ভালোবাসা ফিরিয়ে দিলেন ‘ভাইজান’! ভিডিওতে দেখা যাচ্ছে সলমনকে দেখবে বলে কেউ কেউ গাছের ডালেও উঠে পড়েছেন। অন্যদিকে, ভিড় হওয়া জনতার মধ্যে থেকে ভেসে আসছে 'সিকান্দর...সিকান্দর' ধ্বনি।  সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের ভিডিও পোস্ট করে সলমন লিখলেন—“শুক্রিয়া, ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক!”

 

 

?ref_src=twsrc%5Etfw">March 31, 2025

 

ভক্তদের ভালোবাসায় মেতেছেন ভাইজান, কিন্তু নিরাপত্তা? সেটাও বজায় রেখেছেন শতভাগ!

 

 

এইমুহূর্তে, সলমন এখন নিজের নতুন ছবি ‘সিকান্দর’ নিয়ে আলোচনার শীর্ষে। যদিও সমালোচকরা বলছেন, ছবির ইমোশনাল দিক খানিক দুর্বল, তবে সলমনের স্টাইল, অ্যাকশন ও ‘দর্শক টানার ক্ষমতা, মতের উপর মন্দভাবে কাজ করছে না, তা নিয়ে কোনও সন্দেহ নেই!’