জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস ১৯' এবারেও নানা বিতর্ক ও ঘটনাকে ঘিরে দর্শকের আকর্ষণ তৈরি করেছে। প্রতি সপ্তাহের মতো এবারও 'উইকএন্ড কা ভার' পর্বে হাজির হয়েছিলেন শো-এর সঞ্চালক সলমন খান। তবে এবারের বিশেষ পর্বে সবচেয়ে বেশি নজর কাড়ে সঙ্গীত পরিচালক আমাল মালিককে ঘিরে বিতর্ক। সলমন সরাসরি মঞ্চে আমালের আচরণের সমালোচনা করে তাঁকে সতর্ক করে দেন।
সলমন খান বলেন, আমাল শো-তে প্রবেশ করেছিলেন নিজের ভাবমূর্তি পরিষ্কার করার জন্য। তিনি চাইছিলেন, দর্শক তাঁকে ভিন্নভাবে চিনুক। কিন্তু বাস্তবে তাঁর ব্যবহারে উল্টো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। সলমনের অভিযোগ, আমাল প্রায়ই বাড়াবাড়ি রকমের গালিগালাজ ব্যবহার করছেন। এমনকী প্রতিযোগীদের পরিবার ও ব্যক্তিগত প্রসঙ্গও বারবার টেনে আনছেন। এই প্রসঙ্গে সলমন স্পষ্ট ভাষায় বলেন, “তুমি এসেছিলে নিজের ভাবমূর্তি বদলাতে, কিন্তু প্রতিটি কথায় গালাগালি আর পরিবারের প্রসঙ্গ টেনে এনে তুমি সেটা আরও খারাপ করছো। ভেবে দেখো, তোমার নিজের বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা যদি এমন ভাষা শোনে তবে কেমন লাগবে?”
এর পাশাপাশি সলমন খান আমালের প্রতিভারও প্রশংসা করেন। তিনি জানান, আমাল অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী, যার কাছে অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু যদি তিনি নিজের রাগ আর নেতিবাচকতা নিয়ন্ত্রণ না করেন তবে তাঁর প্রতিভা নষ্ট হয়ে যাবে। সলমন তাঁকে উপদেশ দিয়ে বলেন, “আমি চাই তুমি এই শো থেকে বের হও একজন প্রকৃত বিজয়ী হয়ে। বিজয়ী মানে শুধু ট্রফি জেতা নয়, বিজয়ী মানে হল এমন একজন মানুষ হয়ে ওঠা যাঁকে অন্যরা সম্মান করবে, যাঁর থেকে অন্যরা অনুপ্রাণিত হবে।”

এই ঘটনার পর শো-তে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী ও প্রাক্তন বিজেতা গওহর খানও। তিনি আমালের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে মন্তব্য করেন, “আমাল, তোমার চরিত্রটা অনেকটাই দ্বৈত। তুমি আসলে কোনও পক্ষেই স্থির নও। কখনও এদিক, কখনও সেদিক—এই দ্বৈত মানসিকতা তোমার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।” গৌহারের এই বক্তব্যে দর্শক এবং ঘরের প্রতিযোগীদের মধ্যেও নতুন আলোচনার জন্ম নেয়।
আরও পড়ুন: ‘রক্তবীজ ২’–এ দুর্ধর্ষ প্রযুক্তির দাপট, এই ছবির মাধ্যমে কোন ইতিহাস গড়ল বাংলা সিনেমা?
ঘরে থাকা অন্য প্রতিযোগীরাও সলমনের এই বক্তব্যের সঙ্গে অনেকাংশে একমত হন। অনেকের মতে, আমাল একজন দক্ষ শিল্পী হলেও তাঁর ব্যক্তিত্ব ও মেজাজ তাঁকে অন্যদের থেকে পিছিয়ে দিচ্ছে। দর্শকও সমাজমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ মনে করছেন, সলমন খানের কথাগুলো আমালের জন্য ইতিবাচক শিক্ষা হয়ে উঠতে পারে। আবার কেউ কেউ বলছেন, এই শো-এ থেকে প্রতিনিয়ত চাপের মধ্যে থাকায় প্রতিযোগীদের মেজাজ হারানো স্বাভাবিক।
আমাল শুরুতে ছিলেন এই সিজনের অন্যতম শক্তিশালী প্রতিযোগী। কিন্তু ধীরে ধীরে তাঁর উদাসীন মনোভাব ও অলসতা তাঁকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে। সলমনের এই মন্তব্য ইঙ্গিত করছে, দর্শকের চোখে তাঁর জনপ্রিয় ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে।
শো-তে আমালকে ঘিরে একাধিক ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। এর আগে একবার সলমন আমালকে বলেন, "আজ পর্যন্ত কেউ এত ঘুমায়নি এই শো-এ। আপনি কি ঘুমাতে এসেছেন? আসল আমাল মালিক কে? সেটা জানাতে এসেছেন তাই তো? তাই এবার জেগে উঠুন, কফি খান।"
