সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
সলমনের পুনর্জন্ম?
আগেই খবর এসেছিল এবার সঙ্গীত পরিচালক অ্যাটলির সঙ্গে আসন্ন ছবিতে জুটি বাঁধতে চলেছেন সলমন খান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিটি হতে চলেছে পুনর্জন্ম ভিত্তিক অ্যাকশন ঘরানার। দুই নায়ককে নিয়ে এগোবে গল্প। সেক্ষেত্রে সলমনের সঙ্গে রজনীকান্ত বা কমল হাসানকে পরিকল্পনা করছেন নির্মাতারা। জানা যাচ্ছে, এই ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন সলমন। এই মুহূর্তে চলছে চিত্রনাট্য লেখার কাজ। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর মাঝামাঝি সময়ে শুটিং ফ্লোরে যাবে ছবিটি।
মুখ্য চরিত্রে গৌহর
রবি দুবে ও সারগুন মেহতা কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন তাঁদের ওয়েব প্ল্যাটফর্ম 'ড্রিমিয়াতা ড্রামা'র। এবার সেই প্ল্যাটফর্মে কাজ করতে চলেছেন অভিনেত্রী গৌহর খান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গৌহরকে। এখনও পর্যন্ত আসন্ন কাজটির নাম চূড়ান্ত হয়নি। তবে চন্ডিগড়ে হতে পারে শুটিং, এমনটাই জানা যাচ্ছে।
নীলমের প্রেমে গোবিন্দা!
অভিনেত্রী, সঞ্চালিকা নীলম কোঠারির সঙ্গে বলি অভিনেতা গোবিন্দার নাম জড়িয়েছিল। একসময় গোবিন্দা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি নীলমকে বিয়ে করতে চান। এবং স্ত্রী সুনিতা যাতে নীলমের মতো হয়ে ওঠেন সেই চেষ্টাও নাকি করেছিলেন। তবে নীলম এই বিষয়ে জানান, কারওর সঙ্গে পরপর ছবি করলে বা বন্ধুত্ব থাকলেই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে তা একেবারেই নয়। তিনি কখনওই গোবিন্দাকে সহ অভিনেতা ছাড়া অন্য চোখে দেখেননি।
