টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


প্রেম করছেন অহন-অনিত?


দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে 'সাইয়ারা'। বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! ছবির নতুন দুই অভিনেতা-অভিনেত্রী অহন পাণ্ডে ও অনিত পাড্ডা অভিনীত এই ছবি দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। শোনা গিয়েছিল, 'সাইয়ারা'র দাপটে নাকি পিছু হটছেন একাধিক পরিচালক। মুক্তি পিছিয়ে যাচ্ছে বহু ছবির। ছবিতে অহন ও অনিতের রসায়ন দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। তাই দর্শকের মনে মনে দু'জনকে নিয়ে অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে। সম্প্রতি নেটপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে যে ছবির মতোই নাকি বাস্তবেও প্রেম করছেন এই দুই তারকা। কিছুদিন আগেই তাঁদের একটি শপিং মলের বাইরে দেখা গিয়েছে। আর সেখানে পাপারাজ্জিদের মুখোমুখি হতেই নিজেদের আড়াল করতে শুরু করেন অহন-অনিত। সেখান থেকেই জল্পনার আগুন ঘি পড়ে। তবে এই মুহূর্তে দু'জনের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায়নি তাঁদেরকে।


আইনি জটে হানি সিং 


পাঞ্জাব রাজ্য মহিলা কমিশন গানে নারীদের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগে পঞ্জাবি সংগীত শিল্পী করণ অজলা এবং হানি সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কমিশন রাজ্যের পুলিশ মহাপরিদর্শককে চিঠি লিখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। উভয় শিল্পীকে ২০২৫ সালের ১১ অগস্ট সোমবার কমিশনের সামনে হাজির হওয়ার জন্যও তলব করা হয়েছে। ঘটনার মূলে আছে করণ অজলার সাম্প্রতিক গান 'এমএফ গাভরু'। এর মুক্তির সঙ্গে শুরু হয়েছে, যা এক সপ্তাহেরও কম সময়ে ৩৪ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। এত জনপ্রিয়তার পরও, এই গানটি নারীবিদ্বেষী এবং অনুচিত গানের কথায় সমালোচনার মুখে পড়েছে। এই সময়ে, হানি সিংয়ের পুরোনো গান 'মিলিয়নার'-এর দিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যা কমিশন বলেছে নারীদের অবমাননা করে এমন আপত্তিকর ভাষা ধারণ করে। মহিলা কমিশনের মতে, উভয় গানই ক্ষতিকারক ধারণা প্রচার করে এবং গ্রহণযোগ্য সীমা অতিক্রম করে এমন ভাষা ব্যবহার করে। সংস্থাটি জোর দিয়ে বলেছে যে, সংগীত একটি শক্তিশালী সাংস্কৃতিক শক্তি এবং সমাজের কোনও অংশকে, বিশেষ করে নারীদের অবমাননা করার জন্য এটির অপব্যবহার করা উচিৎ নয়।

 

আরও পড়ুন: একের পর এক কোপ, দিল্লির রাস্তায় রক্তে ভাসছেন হুমা কুরেশির ভাই, হাড়হিম খুনের কারণ কেবল বিবাদ, নাকি রয়েছে পুরনো গোপন-যোগ?


'ধড়ক ২'-এর গতিবেগ

১ আগস্ট মুক্তি পেয়েছে শাজিয়া ইকবালের পরিচালনায় সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি অভিনীত ছবি ‘ধড়ক ২’। সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরির এই ছবি ‘ধড়ক-২’ বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। 'খড়ক ২' প্রথম দিনে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা আয় দিয়ে শুরু করেছিল। বুধবার 'ধড়ক' ১.০৪ কোটি টাকা আয় করে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার 'ধড়ক ২' এখনও পর্যন্ত সপ্তম দিনে ১.০০ কোটি টাকা আয় করেছে। 'ধড়ক-২' এখনও পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ১৬ কোটি ৪৪ লক্ষ টাকা আয় করেছে।