বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত দম্পতি সইফ আলি খান এবং করিনা কাপুর খান—তাঁদের প্রেম যেন সিনেমার চিত্রনাট্যের মতোই চমকপ্রদ। কিন্তু এই রূপকথার শুরুটা কিন্তু ছিল মোটেই সহজ নয়! সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্না সঞ্চালিত শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ হাজির হয়ে নিজেদের প্রেমের শুরুর দিকের অজানা কাহিনি শোনালেন সইফ, আর সেই গল্পে লুকিয়ে আছে মেমন ওল্ড-স্কুল রোম্যান্স, আবার তেমন খানিক দুষ্টুমিও!
২০০৭ সালে যখন ‘টশন’-এর শুটিং চলছিল, তখনই একে অপরের প্রতি টান অনুভব করতে শুরু করেন সইফ ও করিনা। সইফের ততদিন বিগত বিবাহিত জীবনের ইতি ঘটেছে—১৯৯১ থেকে ২০০৪ পর্যন্ত তিনি ছিলেন অভিনেত্রী অমৃতা সিং-এর স্বামী। দুই সন্তান—সারা ও ইব্রাহিম। অন্যদিকে, করিনার সঙ্গে সদ্য বিচ্ছেদ হয়েছে শাহিদ কাপুরের সঙ্গে।
সেই সময়ই লাদাখে শুটের ফাঁকে দু’জনে দীর্ঘ পথ হাঁটতে বেরোতেন। সইফ বললেন, “করিনা আমাকে একের পর এক অনেক প্রশ্ন করত—প্রেম সম্পর্কে আমার ধারণা কী, ভালবাসার মানে আমার কাছে ঠিক কেমন... যেন পরীক্ষা-সাক্ষাৎকার চলছে! আমিও দিত ম সাধ্যমতো সব জবাব। ও আমার মনোভাব বুঝে নিয়েছিল ওরকম করেই।মানে খুবই পুরনো ধাঁচের একটা ব্যাপার ছিল।”
‘বউয়ের বকুনির সময় ক্রিকেট ভাবুন!’—সইফের পিতার নীতিবাক্য আজও মেনে চলেন সইফ।এবার আলোচনায় যোগ দেন অক্ষয় কুমারও। টুইঙ্কলকে নিয়ে নিজের দাম্পত্যের মজার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “ও আগুন, আমি জল। ও যা মনে আসে বলে ফেলে, আর আমি চুপচাপ শুনি।”
এই কথাতেই হেসে ওঠেন সইফ—“আমার বাবাও ঠিক এটাই করতেন! মা (শর্মিলা ঠাকুর) বকাবকি করলে উনি চুপ করে মাথা নীচু করে ক্রিকেটের কথা ভাবতেন!”
২০১২-র বিয়ে করেন 'সৈফিনা' তবে বিস্তর ঝড়ঝঞ্ঝাও ছিল তাঁদের পাশে। ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন করিনা ও সইফ। কিন্তু তাঁদের এই ভিন্ন ধর্মের বিয়ে ঘিরে তৈরি হয়েছিল নানান বিতর্ক। সম্প্রতি সইফের বোন সোহা আলি খানও সেই সময়ের সমাজের প্রতিক্রিয়া নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, “তখন নানা ধরনের মন্তব্য হচ্ছিল—‘লভ জিহাদ’, ‘ঘর ওয়াপসি’, ‘তোমরা একজনকে নিলে, আমরা নেব একজনকে’—এই ধরনের হাস্যকর কথা শোনা যাচ্ছিল। কিন্তু আমরা এসব নিয়ে কখনও মাথা ঘামাইনি।”
সব বাধা পেরিয়ে আজ বলিউডের অন্যতম স্টাইলিশ দম্পতি তাঁরা। দুই ছেলে তৈমুর ও জেহ এইমুহুর্তে তাঁদের জীবনের কেন্দ্রবিন্দু।
