সংবাদসংস্থা মুম্বই: গত ২১সে জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সইফ আলি খান। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা জানিয়েছিলেন, আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলি-অভিনেতাকে। বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নিজের আবাসনের নীচে বীরদর্পে হাঁটতে দেখা গিয়েছিল সইফকে। সঙ্গে ছিলেন স্ত্রী করিনাও। 

 

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে নজর কেড়েছিল সইফ-করিনাকে ঘিরে কড়া পুলিশি পাহারাও। সইফের উপর হামলার পর বেড়েছে তাঁদের নিরাপত্তা। এমনকী পাপারাজ্জিদের তৈমুর ও জেহ-র ছবি না তুলতেও অনুরোধ করেছেন সইফ-করিনা।  

 

তবে এবার আর বাড়ির বাইরে হাঁটাহাঁটিতে থেমে থাকলেন না সইফ। সোজা লাইম লাইটে এলেন তিনি। 'নেটফ্লিক্স'-এ মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি 'জুয়েল থিফ'। এই ছবির প্রচার অনুষ্ঠানে দেখা গেল অভিনেতাকে। ডেনিম শার্টে এদিন নজর কাড়লেন সইফ। যদিও মঞ্চে তাঁর সঙ্গে দেখা গেল না কোনও দেহরক্ষীকে। অনুষ্ঠানে এসে তিনি বলেন, "খুব ভাল লাগছে সবার সামনে আসতে পেরে। এই ছবিটি আমার খুব কাছের। বহুদিন ধরেই এমন একটি চরিত্রে অভিনয়ের জন্য অপেক্ষা করছিলাম। আশা করি দর্শকের ভাল লাগবে।"