নিজস্ব সংবাদদাতা: দর্শককে বিনোদনের খোরাক যোগাতে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর জুরি মেলা ভার। অন্যদিকে, সিনেপ্রেমীদের কাছে নতুন গল্পের রসদ নিয়ে হাজির হয় প্রযোজনা সংস্থা 'এসভিএফ'। এবার দুই-এ মিলে নিয়ে আসছে বছরভর বিনোদন। শুক্রবার 'এসভিএফ' ও 'হইচই'-এর পক্ষ থেকে ঘোষণা হল একাধিক সিনেমা ও সিরিজের। 

 

 

'গল্পের পার্বণ ১৪৩২' শীর্ষক এই অনুষ্ঠানে 'এসভিএফ' এবং 'হইচই'-এর যৌথ উদ্যোগে ২৬টি নতুন কাজের ঘোষণা হল। সেখানেই জানা গেল, ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় 'বামাক্ষ্যাপা' রূপে ধরা দিতে চলেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ছোটপর্দায় এই চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন সব্যসাচী। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই 'সাধক বামাক্ষ্যাপা' হয়ে ফিরছেন তিনি। ছবির পরিচালনায় সায়ন্তন ঘোষাল। 


এর আগে একাধিক সাক্ষাত্‍কারে সব্যসাচী বলেছেন, যখনই তিনি সাধক বামাক্ষ্যাপার লাল বসন পরেন, তখনই যেন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করেন। ২০২২ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার সময় সেই লাল বসন ও ত্রিশূল সঙ্গে করে নিয়ে এসেছিলেন সব্যসাচী। এবার সেই বসনেই ফিরছেন অভিনেতা। 'বামাক্ষ্যাপা'র পর 'রামপ্রসাদ'-এর চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবুও 'বামাক্ষ্যাপা' রূপেই ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। ছোটপর্দায় 'মা তারা'র চরিত্রে অভিনয় করেছিলেন নবনীতা দাস। এবার বড়পর্দায় এই চরিত্রে কে থাকছেন, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।