নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সমুদ্রের ঢেউয়ে মিশে যাওয়া দুটো পায়ের ছবি ভাগ করেন তিনি। যেখানে দেখা যায় একটি প্রাপ্তবয়স্ক মানুষের পা ও একটি ছোট বাচ্চার পায়ের ছাপ। আসছে নতুন ছবি 'হাঁটি হাঁটি পা পা'। পরিচালনায় অর্ণব মিদ্যা। 

 

'হাঁটি হাঁটি পা পা' এক চিরন্তন ভালবাসার গল্প।  তবে সে ভালবাসা সমবয়সী নারী পুরুষের প্রেম নয়! বরং প্রেমের সম্পর্কের বাইরেও যে প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ববোধ,পারস্পরিক শ্রদ্ধা থাকে সেই ভালবাসার কথা বলে এই ছবি। যে সম্পর্কগুলো সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত আমাদের সবার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অথচ সবথেকে বেশি অবহেলিত, উপেক্ষিত। যে গাছের গোড়ায় ভালবাসার সার জল সরবরাহ হয় ঐশ্বরিক ভাবে যে গাছ অলক্ষ্যে, অযত্নেও ফুল-ফল দিয়ে চলে, সে গাছের কথা আমরা যেমন ভুলে যাই... ঠিক তেমনই জীবনের অবিচ্ছেদ্য অংশ যেসব সম্পর্কগুলো, সেইসব সম্পর্কেও রোজ রোজ ভালবাসার কথা বলা হয় না বহুকাল। জীবনের টানাপড়েনে 'আছে কিন্তু নেই'-এর মতো ছায়া হয়ে থেকে যাওয়া সম্পর্কের উপর থেকে ধুলোবালির চাদর আলতো হাতে সরিয়ে আদর, যত্ন, ভালবাসার আলপথ ধরে হেঁটেই 'হাঁটি হাঁটি পা পা' করে পৌঁছতে হয় এই গল্পের চরিত্রদের কাছে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by RUKMINI MAITRA ???? (@rukminimaitra)