উত্তরবঙ্গের পরিস্থিতির কথা চিন্তা করে বিরাট পদক্ষেপ রুক্মিণী মৈত্রর, চিরঞ্জিতের সঙ্গে ছবি মুক্তি নিয়ে কী সিদ্ধান্ত নিলেন?
নিজস্ব সংবাদদাতা
৬ অক্টোবর ২০২৫ ১৭ : ০৫
শেয়ার করুন
বিরাট ক্ষতির মুখে উত্তরবঙ্গ। দুর্যোগে প্লাবিত হয়েছে রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থাও হয়ে পড়েছে নাজুক। আটকা পড়েছে বহু পর্যটক। এমন করুণ পরিস্থিতিতে প্রাণ কেঁদেছে উঠেছে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অভিনেত্রী নিলেন এক ব্যতিক্রমী পদক্ষেপ।
মুক্তির অপেক্ষায় রুক্মিণীর সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। আগামী ৬ অক্টোবর ছবিটির টিজার মুক্তির কথা। কিন্তু নিজের দেশের একাংশের মানুষজনকে এমন অসহায় অবস্থায় রেখে টিজার উদযাপনে মন সায় দেয়নি নায়িকার। তাই মুক্তি পিছিয়ে দিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে সমাজমাধ্যমে রুক্মিণী লিখেছেন, ‘বন্যায় উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার পিছিয়ে দেওয়া হবে। টিজার কবে মুক্তি পাবে সেটা আগামী সময় জানিয়ে দেওয়া হবে।’
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by RUKMINI MAITRA ???? (@rukminimaitra)
রুক্মিণীর এই পদক্ষেপ দারুণ প্রশংসিত হয়েছে অনুরাগী মহলে। প্রযোজনা সংস্থা ও রুক্মিণী মৈত্রর এই পদক্ষেপ যে মানবিকতার কথা উল্লেখ করে, তার প্রমাণ পেয়েছেন অনুরাগীরা।
প্রসঙ্গত, অবাধ্য বাবা আর তার দায়িত্বশীল মেয়ের মান অভিমানের গল্প নিয়ে ছবিটি। মেয়ের চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। 'হাঁটি হাঁটি পা পা' এক চিরন্তন ভালবাসার গল্প। তবে সে ভালবাসা সমবয়সী নারী-পুরুষের প্রেম নয়! বরং প্রেমের সম্পর্কের বাইরেও যে প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ববোধ,পারস্পরিক শ্রদ্ধা থাকে সেই ভালবাসার কথা বলে এই ছবি। যে সম্পর্কগুলো সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত আমাদের সবার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অথচ সবথেকে বেশি অবহেলিত, উপেক্ষিত।
যে গাছের গোড়ায় ভালবাসার সার জল সরবরাহ হয় ঐশ্বরিক ভাবে যে গাছ অলক্ষ্যে, অযত্নেও ফুল-ফল দিয়ে চলে, সে গাছের কথা আমরা যেমন ভুলে যাই... ঠিক তেমনই জীবনের অবিচ্ছেদ্য অংশ যেসব সম্পর্কগুলো, সেইসব সম্পর্কেও রোজ রোজ ভালবাসার কথা বলা হয় না বহুকাল। জীবনের টানাপড়েনে 'আছে কিন্তু নেই'-এর মতো ছায়া হয়ে থেকে যাওয়া সম্পর্কের গল্প বলবে এই ছবি। ঝাপসা হয়ে যাওয়া সম্পর্কের উপর থেকে ধুলোবালির চাদর সরিয়ে আদর, যত্ন, ভালবাসার আলপথ ধরে 'হাঁটি হাঁটি পা পা' করে পৌঁছতে হয় এই গল্পের চরিত্রদের কাছে।
এই ছবিতে রুক্মিণী মৈত্রর বাবার চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও গল্পে রুক্মিণীর প্রেমিকের চরিত্রে থাকছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়।