নিজস্ব সংবাদদাতা: সমাজ মাধ্যমে দেবকে আনফলো করেছিলেন চর্চিত প্রেমিকা রুক্মিণী মৈত্র। তবে মান অভিমানের সব পালা মিটিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরও কাছাকাছি দেখা গিয়েছিল টলিউডের জনপ্রিয় জুটিকে। হাতে হাত দিয়ে এদিনের অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু এরপরেও নাকি মনোমালিন্য চলছিল দেব-রুক্মিণীর মাঝে। 


'খাদান'-এর  দুর্দান্ত সাফল্যের মাঝেও রুক্মিণীকে দেখা যায়নি দেবের পাশে। কিন্তু প্রেমিকের জন্মদিনের পার্টিতে অভিমান ভুলে হাসিমুখে ধরা দিলেন রুক্মিণী। এদিনের পার্টিতে দেব-রুক্মিণীর পরনে রং মিলান্তি কালো পোশাক। 'মন মানে না'র তালে পা মেলাতে দেখা গেল দু'জনকে। উপস্থিত সকলেও উল্লাসে মেতে। বুঝিয়ে দিলেন তাঁদের মধ্যে সব ঠিকাছে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নিমেষে ভাইরাল নেট দুনিয়ায়। জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন দেবের 'খাদান' সহ-অভিনেতা যিশু সেনগুপ্ত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। 


জন্মদিনে অনুরাগীদের কাছে নতুন অবতারে ধরা দিলেন দেব। অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই শুরুতেই দেখা যায় লেখা আছে, 'আলাপ করুন আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টরের সঙ্গে।' এরপর সেখানে খাদান ছবির শুটিংয়ের নানা মুহূর্তের কোলাজ দেখা যায় আর ভিডিয়োর শেষে লেখা 'শুভ জন্মদিন দাদা।'