আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
গুরুতর দুর্ঘটনার কবলে বলি নায়িকা
হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ রোশনি ওয়ালিয়া। সম্প্রতি, এক গুরুতর বাইক দুর্ঘটনারর কবলে পড়েন অভিনেত্রী। এই খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন রোশনি। তিনি জানান, অসাবধানতাবশত তাঁর পোশাক বাইকের চাকার সঙ্গে জড়িয়ে যায়। ফলে, তাঁর পা অনেকখানি কেটেও যায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। যদিও এই মুহূর্তে সুস্থ আছেন বলে জানান রোশনি।
'দৃশ্যম ৩'-এর প্রস্তুতি অজয়ের
'দৃশ্যম ৩' নিয়ে ফিরছেন অজয় দেবগণ। এই খবরের আঁচ আগেই এসেছিল। তবে এবার জানা যাচ্ছে, চলতি বছরের শেষেই এই ছবির শুটিং শুরু করবেন অজয়। পরিচালনায় অভিষেক পাঠক। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, 'দে দে প্যায়ার দে ২', 'ধামাল ৪' এবং 'রেঞ্জার'-এর শুটিং সেরে তারপর 'দৃশ্যম ৩'-এর জন্য প্রস্তুতি নেবেন তিনি।
উর্বশীর সঙ্গ পেতে চান বি প্রাক?
প্রখ্যাত গায়ক বি প্রাক সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী রাউতেলাকে নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, তাঁরা দু'জন বহু বছর ধরে খুব ভাল বন্ধু। এমনকী একটি গানে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশও করেন গায়ক। উর্বশীর সঙ্গে কাজ করতে পারলে তিনি যে দারুণ খুশি হবেন এও জানান।
