সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
টেলিভিশনে ফিরছেন রণিত

বাঙালি মেয়ে রূপালী গাঙ্গুলি অভিনীত 'অনুপমা' ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত ‘অনুপমা’-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালী। পর্দায় অনুপমার জীবনকাহিনি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। জীবনের নানা ওঠাপড়ায় কীভাবে এগিয়ে চলে সাধারণ নারী অনুপমা, এই নিয়েই গল্প। ধারাবাহিকে এসেছে নতুন মোড়। গল্প থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা শুধাংশু পাণ্ডে। গল্পে তিনি 'বানরাজ সিং'-এর চরিত্রে অভিনয় করছিলেন। জানা যাচ্ছে, এই চরিত্রে এবার দেখা যেতে চলেছে অভিনেতা রণিত রায়কে। প্রসঙ্গত, কিছুদিন আগেই আগুনে পুড়ে ছারখার হয় এই জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'অনুপমা'র শুটিং ফ্লোর। ২৩ জুন ভোর পাঁচটায় মুম্বইয়ের গুরগাঁওতে 'অনুপমার' সেটে ভয়াবহ আগুন লাগে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জানা গিয়েছিল সকাল সাতটায় শুটিং শুরু হওয়ার কথা ছিল। ঠিক তার দু'ঘণ্টা আগেই ঘটে এই মারাত্মক দুর্ঘটনা। যে মুহূর্তে সেটে আগুন লেগেছে তখন শুটিংয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। তাই ফ্লোরে সেই সময় বেশ কিছু টেকনিশিয়ান সেই সময় উপস্থিত ছিলেন। যদিও তাঁরা প্রত্যেকেই নিরাপদ ছিলেন বলেই জানা গিয়েছিল।
'ভূত' হবেন করিনা?

বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান এবার এক ব্যতিক্রমী চরিত্রে ধরা দিতে চলেছেন। তাঁর পরবর্তী ছবিতে তিনি অভিনয় করবেন এক ‘ভূত’-এর চরিত্রে। আর এই ভূতের প্রেমে পড়বেন এমন একজন তরুণ, যার বয়স মাত্র কুড়ির কোটায়। এই নতুন ধরনের রোম্যান্স ও অতিপ্রাকৃতিক গল্পের লেখক হুসেইন দালাল। ছবিটির গল্প গড়ে উঠেছে হাস্যরস, আবেগ ও অতিপ্রাকৃতিক রহস্যকে কেন্দ্র করে। জানুয়ারি মাসে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে এবং ছবির শুটিং খুব শিগগিরই শুরু হবে বলে জানা গিয়েছে। করিনার বিপরীতে অভিনয় করবেন বলিউডের এক নবাগত অভিনেতা। যদিও তার নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে পরিচালকদ্বয় এমন একজনকে খুঁজে পেয়েছেন যিনি অভিনয়ে যেমন দক্ষ, তেমনই করিনার সঙ্গে রসায়ন জমাতে পারবেন। বলিউডে সাধারণত দেখা যায় বয়স্ক অভিনেতাদের সঙ্গে তরুণী নায়িকাদের জুটি। কিন্তু এই ছবিতে ঘটছে উল্টোটা। এই নতুন জুটির আঁচ এবং ‘ভূতের প্রেম’ নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
মঞ্চে ফিরছেন প্রয়াত সিধু মুসেওয়ালা?

মৃত্যুর তিন বছর পরে, গায়ক, র্যাপার সিধু মুসেওয়ালা আরও একবার দর্শকদের বিনোদন দিতে প্রস্তুত, একটি দুর্দান্ত ওয়ার্ল্ড ট্যুরের আয়োজন করা হয়েছে। গায়কের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা এই বিভ্রান্তিকর ঘোষণাটি যদিও নেটিজেনদের অবাক করেছে এবং ভাবাচ্ছে যে, এটা কী করে সম্ভব?সিধু মুসেওয়ালা ২০২০ সালে ৫০ জন উঠতি গায়কের তালিকায় নাম লিখিয়েছিলেন। তাঁর গাওয়া '৪৭', 'মেরে না' এবং 'বাম্বিহা বোলে'র মতো গানগুলো বিশ্বব্যাপী হিট হয়েছিল। ২০২২ সালে পঞ্জাবে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের দলের হাতে নিহত হয়েছিল। তারপর থেকে, সিধুর রেকর্ড করা বেশ কয়েকটি অপ্রকাশিত গান তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে, যা অনলাইনে লক্ষ লক্ষ ভিউ এবং স্ট্রিম পেয়েছে। এবার জানা যাচ্ছে, ২০২৬ সালে, গায়কের অপ্রকাশিত কিছু গানকে এআই দ্বারা মঞ্চে পরিবেশন করা হবে। এই খবর সামনে আসতেই উত্তেজনা ছড়িয়েছে তাঁর অনুরাগী মহলে।
