সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের কমেডি ঘরানার অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির প্রসঙ্গ উঠলেই ‘গোলমাল’-এর নাম প্রথম সারিতেই থাকে। আর সেই ফ্র্যাঞ্চাইজির নেপথ্যে রয়েছেন পরিচালক রোহিত শেট্টি ও অভিনেতা অজয় দেবগণ। এবার শোনা যাচ্ছে, তাদের এই পরিচালক-অভিনেতা জুটি ১৪ নম্বরের জন্য একসঙ্গে জুটি বাঁধছেন ‘গোলমাল ৫’-এ!
 

 

শোনা যাচ্ছে, ‘গোলমাল ৫’র জোর প্রস্তুতি চলছে এবং ছবির শুটিং শুরু হবে ২০২৬-এর ফেব্রুয়ারি-মার্চে। আপাতত রোহিত শেট্টি ব্যস্ত রয়েছেন জন আব্রাহামকে নিয়ে রাকেশ মারিয়ার বায়োপিক-এর শুটিংয়ে, যা শেষ হবে সেপ্টেম্বর ২০২৫ নাগাদ। তারপরই তিনি ঝাঁপাবেন ‘গোলমাল ৫’-এর প্রস্তুতিতে।

 

খবর, গোলমাল ৫ ছবির মূল গল্প ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। এখন কাজ চলছে চিত্রনাট্যে, যেখানে একদম নতুন লেখক দল কাজ করছেন চিত্রনাট্য নির্মাণে। ২০২৫-এর সেপ্টেম্বর নাগাদ পুরো চিত্রনাট্য চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই ছবিতে আরও একবার  ফিরবেন অজয় দেবগণ তাঁর পুরো দলবল নিয়ে — আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, কুণাল খেমু, শ্রেয়াস তলপড়ে এবং জনি লিভার।

 

বিশেষত তুষারের সেই ‘মূক’ চরিত্রের কথা তো ভুলবেই না কেউ! ছবিতে তাঁদের রসায়ন, স্ল্যাপস্টিক কমেডি আর অদ্ভূতুড়ে সব চরিত্রই ‘গোলমাল’ সিরিজকে করে তুলেছে জনপ্রিয়। ২০০৬-এ শুরু ‘গোলমাল: ফান আনলিমিটেড’ দিয়ে। তারপর একে একে আসে ‘গোলমাল রিটার্নস’ (২০০৮), ‘গোলমাল ৩’ (২০১০) ও ‘গোলমাল এগেইন’ (২০১৭)। বলাই বাহুল্য,  সিরিজের প্রতিটি ছবি বক্স অফিসে হিট।