নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক।
আবারও এক থ্রিলারের কাহিনি ফুটি উঠবে পরিচালক অনন্যা ভঞ্জ চৌধুরীর ছবিতে। এই ছবির মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর। এই গল্পে কেবলমাত্র অ্যাকশনই থাকবে না। সেইসঙ্গে থাকবে প্রেমের ছোঁয়াও। আর থাকবে নতুন জুটি। ছবির নাম 'লাজ্জো'। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে ছবির প্রথম ঝলক।
এই রোমান্টিক থ্রিলার ছবিতে একে অপরের বিপরীতে দেখা যাবে ঋষভ বসু ও ঐন্দ্রিলা বসুকে। গল্পের শুরুটা হয় শহরের এক বহুতলে বিস্ফোরণের মাধ্যমে। এই কাণ্ডের সঙ্গে জড়িত একটি মেয়ের নাম 'লাজ্জো'। ঘটনাস্থল থেকে পলাতক সে। অন্যদিকে, সহজ সরল ড্রাইভার উমেশ। ঘটনাচক্রে তাদের দু'জনের দেখা হয়। প্রথম দেখা থেকে শুরু হয় প্রথম প্রেম।
ধীরে ধীরে নিজেদের ছোট্ট সংসার গড়ে তোলে তারা। কিন্তু মিথ্যের জালে জড়ানো তাদের ভালবাসা কি পূর্ণতা পাবে? নাকি কঠিন সত্যি এসে তছনছ করবে দু'জনের জীবন? উত্তর মিলবে ছবির গল্পে।
ছবিতে ঋষভ ও ঐন্দ্রিলা ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্ত, শতাফ ফিগার, সুভদ্রা মুখোপাধ্যায় ও জয়ন্ত মণ্ডলকে।
জানা যাচ্ছে, চলতি বছরের শেষেই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।
