সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক বেড়েই চলেছে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া এবং সময় রায়নাকে ঘিরে। নেটপাড়ার একটি বড় অংশের পাশাপাশি বলিউডের অতি পরিচিত ব্যক্তিত্বরাও একহাত নিয়েছেন এই দুই ইউটিউবারকে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় ব়্যাপার বাদশা। মুখ খুলেছেন জনপ্রিয় ও বিতর্কিত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি-ও। তবে স্রোতের সঙ্গে না গিয়ে সময়ের খানিক পক্ষ নিয়েই কথা বলেছেন তিনি। বলা ভাল, ইউটিউবারের প্রতি সহমর্মিতা-ই দেখিয়েছেন তাঁরা। আর রণবীর এলাহাবাদিয়া? তাঁর ব্যাপারে কী মত এই দু’জনের?


সম্প্রতি, গুজরাতের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাদশা। সেখানে মঞ্চে নিজের পারফরম্যান্সের শেষে তিনি চিৎকার করে বলে ওঠেন, “সময় রায়নাকে ছেড়ে দাও!” শোনামাত্রই হর্ষধ্বনির মাধ্যমে গায়কের বক্তব্যকে সমর্থন জানায় দর্শক। বাদশার সেই মন্তব্যের ভিডিও বর্তমানে ভাইরাল সমাজমাধ্যমে। উল্লেখ্য, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অতিথি হিসাবে একবার হাজির হয়েছিলেন বাদশা নিজেও। তবে সময়ের পক্ষ নিলেও রণবীরের হয়ে কোনও মতামত জানাননি তিনি।  অন্যদিকে, সময় রায়নার সমর্থনে কথা বললেও কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। কিন্তু রণবীরের সমর্থনে তিনি একটি শব্দ তো খরচ করেনইনি উল্টে তাঁকে কটাক্ষ করেছেন! 

 

ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মুনাওয়ার। সঙ্গে ক্যাপশনে যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “সূর্য যখন উদয় হয় এবং অসৎ যায় তখন সবার ভাল লাগে। কিন্তু সেই সূর্য যখন মাথার একদম উপরে থাকে তখন কারও ভাল লাগে না। তখন তাকে হিংসে করে!” এখানে কারও নাম না নিলেও নেটপাড়ার বুঝতে অসুবিধে হয়নি মুনাওয়ার কাকে সমর্থন জানাচ্ছেন। কারণ এর আগে সময়ের নাম করেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুনাওয়ার। তবে রণবীর এলাহাবাদিয়াকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি এই চর্চিত কৌতুকশিল্পী। কীভাবে?  

 

এই মুহূর্তে রয়েছেন লন্ডনে মুনাওয়ার। সেখান থেকেই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কৌতুকশিল্পী। ভিডিয়োয় দেখা যাচ্ছে, লন্ডনের রাস্তার ফুটপাথে দাঁড়িয়ে রয়েছেন মুনাওয়ার। সামনের রাস্তা দিয়েই একটি পুলিশের গাড়ি যাচ্ছে। সেই গাড়ি দেখে মুনাওয়ার মন্তব্য করেন, “ এই যে পুলিশ যাচ্ছে ‘বিয়ার বাইসেপস’-এর বাড়িতে।” উল্লেখ্য, রণবীর ইলাহাবাদিয়া ‘বিয়ার বাইসেপস’ নামেই সমাজমাধ্যমে বেশি পরিচিত। 


প্রসঙ্গত, সময় রায়নার অ্যাডাল্ট কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্যে তোলপাড়া সমাজমাধ্যম থেকে রাজনৈতিক মহল। এরপরেই রণবীর ও সময়-সহ এই শো-এর অন্যান্য বিচারকদের নামে পুলিশি অভিযোগ অভিযোগ দায়ের করা হয়। শো-এর বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হয়েছে। নালিশ দায়ের করা হয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনেও। অবশ্য এরপর সমাজমাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়েছেন রণবীর। ইউটিউবে তাঁর চ্যানেলে আপলোড হওয়া ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে দিয়েছেন সময় রায়না। এক্স হ্যান্ডলে একথা স্পষ্ট জানিয়েছেন তিনি। যদিও তাতে সমাজমাধ্যমে তাঁদের প্রতি ধেয়ে আসা নিন্দার রব কমেনি।