সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি আলোচনা করলেন কঙ্কনা সেন শর্মার প্রাক্তন স্বামী, রণবীর শোরে। জানালেন তিনি ডেটিং অ্যাপে ভীষণ রকম অ্যাক্টিভ! শুধুই কি তাই? অভিনেতা এদিন কথা বললেন তাঁর প্রাক্তনদের নিয়েও, জানালেন কীভাবে আর কেন তাঁদের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলেন। বাদ গেল না কঙ্কনা সেন শর্মার সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গও।
এক সাক্ষাৎকারে রণবীর জানালেন যে কোনও ব্যক্তির তাঁর প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখা উচিত কিনা। তাঁর মতে বর্তমান সম্পর্কগুলোকে গুরুত্ব এবং প্রাধান্য দেওয়া জরুরি। রণবীর শোরের কথায়, 'এমনভাবে যোগাযোগ রাখবেন না যাতে আপনার বর্তমান সঙ্গীর ভাল না লাগে, বা অস্বস্তি হয়। কিন্তু তার মানে এটাও নয় যে আপনার কারও সঙ্গে সম্পর্ক ছিল একটা সময়, কোনও কারণে সেটা টেকেনি বলে দেখা হলে সৌজন্যের খাতিরে হাই-হ্যালো টুকুও করবেন না। আবার সেই সম্পর্ক বিচ্ছেদের পর এমন হওয়াও উচিত নয়, যেখানে আপনার প্রাক্তন আপনারই পরিবারের অংশ হয়ে থেকে যায়।'
রণবীর এদিন স্পষ্ট করে দেন তাঁর কাছে সম্পর্কে অনুভূতির বিষয়ে স্পষ্টতা থাকা জরুরি, একই সঙ্গে জরুরি সীমা অতিক্রম না করা। বিশেষ করে যখন প্রাক্তন স্ত্রীর সঙ্গে সন্তানকে একত্রে মানুষ করছেন।
এদিন কথায় কথায় রণবীর শোরে জানান তিনি ডেটিং অ্যাপ ব্যবহার করেন মনের মানুষ খোঁজার জন্য। শুধু তাই নয়, তিনি ভীষণ রকম অ্যাক্টিভ তাতে। তাঁর মতে, সঙ্গী হওয়া পরিস্থিতির উপর ভীষণ রকম নির্ভরশীল। অভিনেতা কেমন সঙ্গী চান? রণবীর জানান, 'ডিভোর্সী এবং সিঙ্গল ফাদার হিসেবে, আমি এমন কাউকেই চাই যার হাবভাব ৩০ বছর বয়সীর মতো নয়।'
কিন্তু কেন তাঁরা, অর্থাৎ তিনি এবং কঙ্কনা তাঁদের বৈবাহিক সম্পর্কে ইতি টানেন? এই বিষয়ে তাঁর সাফ জবাব, 'আমি ওর (সন্তান) একদম সঠিক বয়স আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার আগেও সমস্যা ছিল। কিন্তু অপেক্ষা করেছি যতদিন না ওর ৪ বছর বয়স হচ্ছে। তার বেশিও আবার একই কারণে অপেক্ষা করতে চাইনি। আমার মনে হয়েছিল এর বেশি দেরি হলে ওর উপর প্রভাব পড়বে।'
প্রসঙ্গত, ২০১০ সালে কঙ্কনা সেন শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর শোরে। মাত্র ৫ বছরের মধ্যেই সেই দাম্পত্য জীবনে ইতি টানেন তাঁরা। ২০১৫ বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। বর্তমানে রণবীর এবং কঙ্কনা একত্রে তাঁদের একমাত্র ছেলে, ১৪ বছর বয়সী হারুনকে মানুষ করছেন।
