মুক্তির পরই বক্স অফিসে চমক দেখাল ‘ধুরন্ধর’। প্রথম দিনেই প্রায় ২৭ কোটি টাকা আয় করেছে রণবীর সিং-এর নতুন ছবি। এটাই এখনও পর্যন্ত রণবীরের কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং, যা ২০২৫ সালেরও অন্যতম সফল প্রথম দিনের কালেকশন।
গতকাল ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই ছবিকে ঘিরে স্টারকাস্ট, বিষয়বস্তু এবং ছবির ব্যাপ্তি সব কিছুর কারণেই ছিল তীব্র কৌতূহল। এবং সঙ্গে বিতর্কও। বড়পর্দায় নামার সঙ্গে সঙ্গেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘ধুরন্ধর’।যদিও দিনের শুরুতে পরিস্থিতি খুব একটা ভাল ছিল না। সকাল ও দুপুরের শো-তে দর্শক সংখ্যা ছিল মাঝারি। অনেকেই ভাবছিলেন, হয়তো ছবিটি খুব বড় ওপেনিং পাবে না। কিন্তু দুপুরের পরই বদলে যায় ছবির ভাগ্য। যারা প্রথম শো দেখেছিলেন, তাদের ভাল রিভিউ ও সমাজমাধ্যমে প্রশংসা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে সন্ধে ও রাতের শো-তে ভিড় বাড়তে শুরু করে। অনেক জায়গায় রাতের শো হাউসফুল হয়ে যায়। দিন শেষে মোট আয় গিয়ে দাঁড়ায় ২৭ কোটির কাছাকাছি।
ছবির মুক্তির আগেও ‘ধুরন্ধর’-এর দিকে নজর ছিল। অ্যাডভান্স বুকিং থেকেই প্রায় ৯–১০ কোটি পাওয়া যায়। মুক্তির এক–দু’দিন আগে টিকিট বিক্রি আরও বাড়ে। ছবিটিতে রণবীর সিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবন এবং সারা অর্জুনকে। শুরু থেকেই ছবিটিকে দেখা হচ্ছিল একেবারে ‘হাই-স্টেকস’ প্রজেক্ট হিসেবে।অ্যাকশনভরা গল্পও দর্শকদের হলে টেনে এনেছে।
এই আয় দিয়ে ‘ধুরন্ধর’ পেছনে ফেলে দিয়েছে ‘সাইয়ারা’ ছবির প্রথম দিনের আয়ের রেকর্ড, যা ছিল প্রায় ২১.৫ কোটি টাকা। রণবীরের নিজের হিট ছবি ‘সিম্বা’ ও ‘পদ্মাবত’-এর ওপেনিংকেও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’। ফলে ট্রেড অ্যানালিস্টদের মতে, রণবীরের কেরিয়ারে বড় সফলতার প্রথম ধাপ হয়ে থাকবে এই ছবি।
আপাতত সপ্তাহান্তের দিকে নজর সকলের। যদি একইভাবে দর্শকের ভিড় হয়, তাহলে খুব সহজেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়তে পারে ‘ধুরন্ধর’। অনেক শহরেই ইতিমধ্যেই ‘শো-অকুপ্যান্স’ বাড়ছে, যা ছবির জন্য ভাল খবর।
সব মিলিয়ে, ‘ধুরন্ধর’ বলিউডে বছরের শেষে নতুন উচ্ছ্বাস এনে দিয়েছে। ছবির অ্যাকশন, গল্প, রণবীরের অভিনয়-সবকিছু মিলে দর্শকরা বেশ খুশি। প্রথম দিনের এই সাফল্য দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, আগামী কয়েকদিনও ছবিটি বক্স অফিসে রাজত্ব করতে পারে।
