সংবাদসংস্থা মুম্বই: ৪০-এ পা দিলেন অভিনেতা রণবীর সিং। তবে তার আগের রাতে এ কী করলেন অভিনেতা? শনিবার হঠাৎই রণবীরের ইনস্টাগ্রামে চোখ রাখতেই তাঁর ভক্তরা দেখলেন অভিনেতার ইনস্টাগ্রামে কোনও পোস্ট নেই। এতবছর ধরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের যাবতীয় যা ছবি পোস্ট করেছিলেন রণবীর তা এক নিমেষে মুছে দিয়েছেন। 

 

 

 

 

তবে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখতে দেখা গেল একটি মোশন ভিডিও। সেখানে লেখা আছে ১২:১২ সঙ্গে দুটি তলোয়ার। এখান থেকেই শুরু বিভিন্ন জল্পনা। সকলের মনেই প্রশ্ন জাগছে হঠাৎই এমন এক সিদ্ধান্ত কেন নিলেন অভিনেতা রণবীর সিং? তাহলে কি আরও নতুন কোনও চমক দেবেন এরপর তিনি তাঁর ভক্তদের? যদিও তাঁর আগামী ছবি 'ধুরন্ধর'-এর বড় চমক আসতে চলেছে এদিন, এমনও শোনা গিয়েছিল।

 

 

 

অনেকের মনে আবার প্রশ্ন জেগেছে রণবীর কি নতুন কোনও সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী প্রচার করছেন বা নতুন কোনও ছবির জন্য শর্ত মেনে সমস্ত পোস্ট ডিলিট করেছেন? আবার কেউ কেউ প্রশ্ন করছেন ৪০ এর দোরগোড়ায় এসে কি সমাজমাধ্যমকে চিরতরে বিদায় জানাচ্ছেন রণবীর? তবে এতগুলি প্রশ্ন সবার মনে ঘুরপাক খেলেও এর কোনও উত্তর মেলেনি।

 

 

 

 

এদিকে খবর, 'ধুরন্ধর'-এর নির্মাতারা তাঁর জন্মদিনে তাঁর প্রথম লুক প্রকাশ্যে আনার পরিকল্পনা করছেন। এটা ভক্তদের জন্য একটা বড় চমক হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে যে, রণবীর এর মাধ্যমে জানানোর চেষ্টা করছেন যে বিশেষ কিছু আসছে, একটা উপহার তাঁর দর্শকদের জন্য। রণবীরের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ছবিটির পরিচালক আদিত্য ধর এই পরিকল্পনা করেছেন।