বক্স অফিসে এই মুহূর্তে শুধুই রাজত্ব চলছে ‘ধুরন্ধর’-এর। আর সেই আকাশছোঁয়া সাফল্যের রেশ গায়ে মেখেই এবার জনসমক্ষে ধরা দিলেন বলিউড সুপারস্টার রণবীর সিং। তবে একা নন, তাঁর সঙ্গে ছিলেন অর্ধাঙ্গিনী দীপিকা পাড়ুকোন। রবিবার সন্ধ্যায় মুম্বই বিমানবন্দরে এই তারকা দম্পতিকে একসঙ্গে ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। একে অপরের হাত শক্ত করে ধরে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে দেখা যায় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের প্রশংসায় ভাসছেন এই পাওয়ার কাপল।
কিছুদিন আগেই সমাজমাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন, কেন দীপিকা পাড়ুকোন প্রকাশ্যে 'ধুরন্ধর'র প্রতি খুব বেশি সমর্থন দেখাচ্ছেন না?আসলে বলিউড দম্পতিদের প্রায়ই একে অপরের কাজের প্রশংসা করতে দেখা যায়। অনেক সময় নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সঙ্গীর ছবির প্রচার করেন তাঁরা। সেক্ষেত্রে দীপিকা কেন ‘ধুরন্ধর’-এর প্রসঙ্গে প্রকাশ্যে খুব একটা কিছু বলছেন না, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকে দাবি করছেন, তিনি নাকি একটি ইনস্টাগ্রাম স্টোরিও শেয়ার করেননি। তবে সেক্ষেত্রে প্রমাণিত হয়েছিল যে এই সন্দেহ একেবারেই ভুয়ো। দীপিকা যথেষ্ট প্রশংসা করেছেন রণবীরের এই সাফল্যকে।
এদিন রণবীর এবং দীপিকা দু'জনকেই দেখা গেল কালো রঙের পোশাকে। সাধারণ টি-শার্ট এবং ট্রাউজারেও তাঁদের আভিজাত্য ছিল চোখে পড়ার মতো। দীপিকার মুখে ছিল মৃদু হাসি, অন্যদিকে রণবীরের চোখেমুখে ছিল সাফল্যের তৃপ্তি। পাপারাৎজিদের দেখে হাত নাড়তে ভোলেননি তাঁরা। ভিড়ের মাঝে দীপিকাকে রণবীরের আগলে রাখা নেটিজেনদের মন জয় করে নিয়েছে। তবে বছরের শেষে কোথায় ছুটি কাটাতে যাচ্ছেন রণবীর-দীপিকা? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ এখন বলিউডের ইতিহাসে এক নতুন মাইলফলক। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি মুক্তির মাত্র ১৭ দিনের মাথায় ৫৫০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।
জানা যাচ্ছে, ২১ ডিসেম্বর পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫৫৫.৭৫ কোটি টাকা। এখন নজর ৬০০ কোটির ক্লাবের দিকে।
৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং আর মাধবনের মতো তারকারা। ছবির অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতারা ইতিমধ্যেই এর দ্বিতীয় পর্বের কথা ঘোষণা করেছেন। আগামী বছরের ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল।
আপাতত রণবীর সিং তাঁর কেরিয়ারের সেরা সময় উপভোগ করছেন। আর সেই আনন্দের মুহূর্তে দীপিকার উপস্থিতি যেন সাফল্যের ষোলোকলা পূর্ণ করল। বিমানবন্দরে তাঁদের এই ‘হ্যান্ড-ইন-হ্যান্ড’ এন্ট্রি এখন নেটপাড়ার হট টপিক।
