রণবীর সিং মানেই চমক, এক্সপেরিমেন্ট আর পর্দা কাঁপানো এনার্জি! তাঁর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর ফার্স্ট লুকেই ঝড় তুলেছেন তিনি। আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন-ড্রামা মুক্তি পাচ্ছে ডিসেম্বর ২০২৫-এ, আর ছবির শেষ ধাপের শুটিং চলছে জোরকদমে। এরপরেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডন ৩’, যেখানে ফারহান আখতারের পরিচালনায় নতুন অবতারে ফিরবেন রণবীর।

 

এরই মাঝে সম্প্রতি ম্যাডক প্রযোজনা সংস্থার অফিসে দেখা গিয়েছে রণবীর সিং-কে। আর তখন থেকেই শুরু গুঞ্জন—তবে কি ম্যাডকের হরর-কমেডি ইউনিভার্সের নতুন কোনও বড় মাপের ছবিতে চুক্তির পথে অভিনেতা? বলিপাড়ায় জোর ফিসফাস, দীনেশ ভিজানের প্রযোজনায় এক বিশাল ক্যানভাসের টাইম ট্রাভেল ছবির প্রস্তাব পেয়েছেন রণবীর সিং!

 

সূত্রের খবর অনুযায়ী, “এই টাইম ট্রাভেল গল্পটি সম্পূর্ণ মৌলিক, আর সেট করা হয়েছে ভারতীয় পুরাণের প্রেক্ষাপটে। অমিত রবীন্দ্রনাথ শর্মা, যিনি ‘বধাই হো’ ও ‘ময়দান’-এর মতো সিনেমা বানিয়েছেন, তিনিই পরিচালনা করবেন এই ছবি।

 

রণবীর ইতিমধ্যেই গল্প শুনে আগ্রহ প্রকাশ করেছেন, যদিও এখনও পর্যন্ত কোনও চুক্তিতে সই হয়নি। ছবির চিত্রনাট্য এখনো লেখার পর্যায়ে রয়েছে, এবং প্রযোজক-পরিচালক জুটি বর্তমানে চিত্রনাট্য ঘষামাজার নিয়ে আলোচনা করছেন।এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এটা খুবই বড় বাজেটের একটি ছবি হবে। বহুদিন ধরে এই ছবি তৈরির লক্ষ্যে একটু একটু করে এগিয়েছেন নির্মাতারা।  রণবীর  এমন ভিন্ন নতুন ঘরানার ছবি নিয়ে রীতিমতো উৎসাহিত। তবে সম্পূর্ণ চিত্রনাট্য তৈরি না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতে চান। ২০২৫ সালের শেষের দিকেই কাস্টিং চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

 

এদিকে, ‘ডন ৩’-এর পাশাপাশি রণবীর সিং আরও একটি জমজমাট প্রজেক্টে জড়িয়ে পড়েছেন—জয় মেহতা পরিচালিত একটি জোম্বি ছবি, যার চিত্রনাট্যও এই মুহূর্তে প্রস্তুতির পর্যায়ে। এর থেকেই সাফ বোঝা যাচ্ছে, ২০২৫-এর পর রণবীর সিংয়ের ঝুলিতে থাকবে একের পর এক বিস্ফোরক কনটেন্ট—আর তার মধ্যে সময় ভেদ করে পুরাণে পৌঁছে যাওয়ার যাত্রা, নিঃসন্দেহে হতে চলেছে বলিউডে এক যুগান্তকারী সংযোজন! এককথায়, বক্স অফিসে টাইম ট্রাভেল করে রেকর্ড ভাঙার জন্য প্রস্তুত হচ্ছেন রণবীর সিং!

অন্যদিকে, বলিউডের শক্তিমান-ভবিষ্যৎ নিয়ে যখন অনুরাগীরা বিভ্রান্ত, তখন সব জল্পনায় জল ঢেলে দিলেন ছবির পরিচালক বাসিল জোসেফ। গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, রণবীর সিং নয়, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকেই নাকি দেখা যাবে ভারতের সবচেয়ে আইকনিক সুপারহিরো শক্তিমানের ভূমিকায়। আর সেই গুঞ্জনের আঁচ ছড়ায় আরও, যখন আল্লু অর্জুন তার বহুপ্রতীক্ষিত ত্রিবিক্রম শ্রীনিবাসের ছবি থেকে বেরিয়ে আসেন এবং তার পিআর টিম ‘এক বড় ঘোষণা’-র ইঙ্গিত দিতে থাকে।কিন্তু বাস্তবটা কী? বাসিল জোসেফ, যিনি ‘মিন্নল মুরলী’-র পর ভারতের সুপারহিরো ঘরানায় এক নতুন ছাপ ফেলেছেন, স্পষ্ট জানিয়ে দিলেন— “শক্তিমান মানেই রণবীর সিং। এর বাইরে কিছুই নয়। যাঁরা বদলানোর গুজব ছড়াচ্ছেন, তাঁরা নিজেদের স্বার্থে কাজ করছেন।”পরিচালক  নিজেই ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন— “আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি, শক্তিমান রণবীর সিং-এর সঙ্গেই হচ্ছে। অন্য কেউ নয়।”