সংবাদ সংস্থা মুম্বই: ‘সঙ্গম’ মন্তব্য বিতর্কে মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তরফে ডেকে পাঠানো হয়েছিল ইউটিউবার রণবীর এলাহাবাদিয়াকে। এর আগেও দু'বার তদন্তের স্বার্থে পুলিশের তরফে রণবীরকে ডেকে পাঠানো হয়। কিন্তু প্রাণনাশের ঝুঁকি এড়াতে তিনি হাজিরা দেননি। এবার হলেন। নভি মুম্বইয়ের সাইবার অপরাধ দমন শাখার হেড কোয়াটার্সে গত সোমবার হাজির হয়েছিলেন এই বিতর্কিত ইউটিউবার। পুলিশ সূত্রের খবর, তদন্তকারী পুলিশ কর্তাদের কাছে নিজের ভুল স্বীকার করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন ওই সময় রায়না তাঁর বন্ধু। তাঁর আমন্ত্রণেই ওই শো-এ অতিথি বিচারক হিসাবে হাজির হয়েছিলেন তিনি। রণবীর নাকি এও জানিয়েছেন, 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ উপস্থিত হওয়ার জন্য একটি টাকাও অ্যাপিয়রেন্স ফি হিসাবে নেননি তিনি। 


উল্লেখ্য, এর আগে গুয়াহাটি পুলিশের হাতে গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কায় আগাম জামিনের আবেদনও করেছিলেন রণবীর, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়।  হুমকি পেলেও পুলিশ ও প্রশাসনের উপর ভরসা রাখছেন রণবীর, সমাজমাধ্যমে জানিয়েছিলেন সে কথা । বলেছিলেন, “আমি পালিয়ে যাচ্ছি না। আমার পুলিশ ও আইনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।” এছাড়াও মহিলা কমিশনও ডেকে পাঠিয়েছে রণবীরকে। তাঁকে সেখানে ডেকে পাঠানো হয়েছে ৬ মার্চ। এবং সময় রায়নাকে ১১ মার্চ। 


প্রসঙ্গত, সময় রায়নার অ্যাডাল্ট কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্যে তোলপাড় সমাজমাধ্যম থেকে রাজনৈতিক মহল।সমাজমাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়েছেন রণবীর। ইউটিউবে তাঁর চ্যানেলে আপলোড হওয়া 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শো'-এর সমস্ত ভিডিও মুছে দিয়েছেন সময় রায়না।


অন্যদিকে, এইমুহূর্তে আমেরিকার একাধিক শহরে ঘুরে ঘুরে শো করছেন সময় রায়না। মহারাষ্ট্র সাইবার সেলের কাছে তিনি অনুরোধ জানিয়েছিলেন, যদি তাঁর জবানবন্দি ভিডিও কলের মারফত দিতে পারেন।