অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি নিখোঁজ? খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে? হ্যাঁ, এমনই একটি পোস্ট করলেন তাঁর 'বন্ধু' রনজয়। কিন্তু ঠিক কী ঘটেছে?
'গুড্ডি' ধারাবাহিকে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। তাঁদের অনস্ক্রিন জুটি দর্শকদের দারুণ মনে ধরে। এরপর এই দুই তারকাকে একটি মিউজিক ভিডিওতেও একত্রে দেখা গিয়েছে, এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, ইভেন্ট তো আছেই। তারপরই টলি পাড়ার অন্দরে কানাঘুষোয় শোনা যেতে থাকে তাঁরা নাকি প্রেম করছেন। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন শ্যামৌপ্তি এবং রণজয়। বরং দু'জনেই একে অন্যকে 'বন্ধু' বলেই আখ্যা দিয়ে থাকেন। সম্প্রতি ছোটপর্দার পর ওয়েব দুনিয়ায় পা রাখলেন অভিনেত্রী। তারপরই এই অদ্ভুত পোস্ট করলেন রণজয়।
রণজয় বিষ্ণু এদিন তাঁর এবং শ্যামৌপ্তি মুদলির একটি ছবি পোস্ট করে জানান 'রঙ্কিনী ভবন' নামক ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই নাকি নায়িকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সবটাই তিনি নিছক মজা করেই লিখেছেন। অভিনেতার কথায়, 'রঙ্কিনী ভবন খ্যাত অভিনেত্রী শ্যামৌপ্তি ভাল অভিনয় করে সকলের মন জয় করার পর তাকে পাওয়া যাচ্ছে না। তার ব্যস্ততার কারণে তাকে পাওয়া যাচ্ছে না। তাই সান্টাদাকে দিয়ে ধরে এনেছি। যারা এখনও দেখেননি এখনই জি ফাইভ অ্যাপ সাবস্ক্রাইব করুন ,আর দেখে নিন রঙ্কিনী ভবন।' এই পোস্টের সঙ্গে রণজয় বিষ্ণু একটি এআই দ্বারা নির্মিত ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে তাঁর পরনে সান্টা কল্জের পোশাক। পাশে দাঁড়িয়ে রয়েছে শ্যামৌপ্তি। পিছনে স্নোফল হচ্ছে। দু'জনের চোখেই রয়েছে রোদচশমা।
প্রসঙ্গত 'রঙ্কিনী ভবন' সিরিজটি থ্রিলারধর্মী। এটি জি ফাইভ প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। এখানে শ্যামৌপ্তি মুদলি ছাড়াও রয়েছেন গৌরব রায়চৌধুরী, বিদীপ্তা চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, প্রমুখ। অভ্রজিৎ সেন সিরিজটির পরিচালনা করেছেন।
অন্যদিকে রণজয় বিষ্ণুকে দর্শক শেষবার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে দেখেছেন। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। তাঁর সঙ্গে এখানে জুটি বেঁধেছিলেন শ্বেতা ভট্টাচার্য। শ্যামৌপ্তি মুদলিকেও দর্শক ছোটপর্দায় জি বাংলাতেই দেখেছেন। তিনি নীল ভট্টাচার্যর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন 'অমর সঙ্গী' ধারাবাহিকে। কিন্তু অল্প সময়েই সেই ধারাবাহিকে ইতি পড়ে। তাঁদের দুজনের ধারাবাহিকই চলতি বছরেই শেষ হয়েছে। এখনও পর্যন্ত আগামী কাজের কথা কেউই ঘোষণা করেননি। যদিও অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি তাঁর বুটিক নিয়েও ব্যস্ত থাকেন।
