নিজস্ব সংবাদদাতা: বারে বারে বিভিন্ন বিতর্ক জড়ালেও, দর্শকদের মধ্যে অভিনেতা রণজয় বিষ্ণু জনপ্রিয়তা কমেনি। পরপর একাধিক ধারাবাহিকে মুখ্যভূমিকায় অভিনয় করছেন তিনি, আর সেই কারণেই তাঁর জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে ভীষণ। তবে নতুন একটি সমস্যায় পড়েছেন রণজয়। এবং বিষয়টিকে একপ্রকার সাইবার প্রতারণা-ই বলা যেতে পারে! সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট তিনি জানান, তাঁর নাম নিয়ে অনুরাগীদের সঙ্গে কথা বলছেন অন্য কেউ! আর তাতে বাড়ছে বিপদ রণজয়ের। পাশাপাশি এমন ঘটনাও ঘটেছে যে পদে পদে লজ্জায় পড়ছেন তিনি!
রণজয় জানান, অনেকেই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তাঁর নাম করে, নাম নিয়ে সমাজমাধ্যমে তাঁর অনুরাগী-অনুরাগিণীদের সঙ্গে দিব্যি কথাবার্তা চালাচ্ছেন। আর যেসব অনুরাগীরা প্রযুক্তিতে অতটা আপডেটেড নন তাঁরাও সরল মনে বিশ্বাস করছেন সেই ব্যক্তিটি-ই রণজয়। সম্প্রতি, এক অনুষ্ঠানে এমনই এক অনুরাগিণীর সঙ্গে দেখা হয় রণজয়ের। রণজয়ের কথায়, 'আমার নাম ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে। তবে কোনও মহিলার সঙ্গে রোজ কথা হয়, অথচ তাঁকে দেখলে চিনতে পারছি না, একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, এমনটা সাধারণত আমার সঙ্গে ঘটে না।' তখন রণজয় বুঝতে পারেন, ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদম নিয়ে যথেষ্ট সচেতন নন। ফলে তিনি কোনও ফেক প্রোফাইল বা ফ্যানপেজে জয়েন করেছেন। কথা বলেছেন। আর এর ফলে তাঁর মনে হচ্ছে, তিনি রণজয়ের সঙ্গেই কথা বলেছেন।"
