সংবাদসংস্থা, মুম্বই: ৬ মাসের বিরতি ঘোষণা করলেন রণবীর কাপুর। অভিনেতা জুম কলের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর নতুন কাজ এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কথা শেয়ার করেছেন। অনলাইন সেশনের সময় তিনি জানান, রাহা এখন ১১ মাসের। মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য তিনি ৬ মাসের বিরতি নেবেন। তাঁর স্ত্রী, অভিনেত্রী আলিয়া ভাট আসন্ন ছবি 'জিগরার' শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন। মায়ের অবর্তমানে মেয়ের দেখাশোনা করবেন তিনি । ২০২৩ এর ডিসেম্বরে 'এনিম্যাল' মুক্তি পাওয়ার পরে তিনি নতুন কোনও কাজ হাতে নেবেন না। রণবীর স্বীকার করেছেন যে, কাজের প্রতিশ্রুতির কারণে রাহার সঙ্গে বেশি সময় থাকতে পারেননি । তবে, অভিনেতা জানিয়েছেন যে তিনি প্রায় ৬ মাস বাড়িতে থাকবেন। রাহা হামাগুড়ি দিতে শুরু করেছে। মানুষ চিনতে শুরু করেছেন। 'পা' এবং 'মা'-এর মতো শব্দ বলার চেষ্টা করছে। আর এই সব মুহূর্তগুলো প্রাণভরে উপভোগ করতে চান 'বাবা' রণবীর। রণবীর এবং আলিয়া 'ব্রহ্মাস্ত্র' ছবির সেটে প্রেমে পড়েছিলেন। ২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধার আগে তাঁরা প্রায় ৫ বছর ডেট করেছেন।মুম্বইতে , ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই দম্পতি বিয়ে করেন। ২০২২ সালের নভেম্বরে, আলিয়া এবং রণবীর তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানান। পরিচালক নীতেশ তিওয়ারির ছবিতে 'রাম' হবেন রণবীর। গুঞ্জন সেই চরিত্রের জন্য সাত্ত্বিক জীবন যাপন করছেন তিনি। তার মধ্যেই বিরতি ঘোষণা।
