সংবাদসংস্থা মুম্বই: ফের বিপাকে বলিপাড়ার পরিচালক। বিপদ যেন পিছুই ছাড়ছে না রাম গোপাল বর্মার। বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনায় এখন ভুগতে হচ্ছে তাঁকে। কয়েক বছর আগে একটি চেক বাউন্স-এর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এর জেরে বলিউড পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে মুম্বইয়ের এক আদালত।
এই ঘটনায় রায় দেয় আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু এদিন আদালতে উপস্থিত ছিলেন না রাম গোপাল নিজে। এর মাঝেই নিজের আগামী ছবি 'সিন্ডিকেট'-এর ঘোষণা করেন তিনি। ফলে আরও বাড়ে জটিলতা। মুম্বইয়ের আদালতে দায়ের হওয়া এই জামিন অযোগ্য মামলায় তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।
আসল ঘটনা ঘটে ২০১৮ সালে। পরিচালক ও শ্রী নামে এক সংস্থার মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। চেক বাউন্স করার অভিযোগ ওঠে পরিচালকের বিরুদ্ধে। তিন মাস সময় থাকা সত্ত্বেও রামগোপালের অ্যাকাউন্টে ৩.৭২ লক্ষ টাকা ছিল না। এর জেরেই ওই সংস্থাটি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপরে একাধিক শুনানি হয়েছে। তবে এই মামলায় তাঁকে আদালতকে সহযোগিতাও করেননি বলে জানা যাচ্ছে। এমনকী বেশ কিছু শুনানিতে তাঁর অনুপস্থিতি বিষয়টি আরও বেশি জটিল করে তোলে। এবার তাঁর বিরুদ্ধে এই মামলায় চিন্তার ভাঁজ পড়েছে বলিউডে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি পরিচালককে।
