সংবাদ সংস্থা মুম্বই: দীপিকা পাড়ুকোন বনাম সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ বিতর্ক এখন ইন্ডাস্ট্রির হট টপিক। ‘৮ ঘণ্টা কাজের দাবিতে’ ছবির কাস্ট থেকে বাদ পড়া, বিতর্ক, বিতর্কের মাঝেই নতুন করে মুখ খুললেন পরিচালক রাম গোপাল ভার্মা।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন— “আমি ২৩ ঘণ্টা কাজ করতে চাইতেই পারি, অন্য কেউ চাইতে পারে মাত্র ১ ঘণ্টা কাজ করতে। এটুকু চাওয়া-পাওয়া একান্ত ব্যক্তিগত। একে অপরকে জোর করা যায় না। এই বিতর্কটা মিডিয়ায় অতিরঞ্জিত হয়েছে। বারবারই হয়েছে!” উল্লেখ্য, কিছুদিন আগে ‘স্পিরিট’ ছবিতে দীপিকার জায়গায় নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। শোনা যায়, দীপিকা শুধুমাত্র ৮ ঘণ্টার শিফটে কাজ করতে চাওয়ায়, পরিচালক সন্দীপ ভাঙ্গার সঙ্গে মতানৈক্য হয়। সেখান থেকেই শুরু হয় তর্ক-বিতর্ক।

 

আরও পড়ুন:  ‘অমিতাভ বচ্চন একটা ভাইরাসের মতো!’, শুটিংয়ের কোন পুরনো গোপন গল্প ফাঁস করে ‘বিগ বি’কে নিয়ে বিস্ফোরক কিরণ কুমার?

 

রাম গোপাল বর্মার মতে, সিনেমা বানানো মানেই অনিশ্চয়তা। “আলো ঠিক লাগছে না, লোকেশন পছন্দ হচ্ছে না, শুটিংয়ের জায়গায় সমস্যা, অভিনেতা বদল—এইসব নিয়ে আগে থেকে নির্দিষ্ট করা সময়ে শুটিং শেষ করা সম্ভব নয়। এতগুলো বিষয়ে শুটিংয়ের সময় একসঙ্গে কাজ করে, এটা জাস্ট অফিস টাইম নয়।”

 

পাশাপাশি তিনি এও স্পষ্ট বলেন, “এটা দু’জন মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ব্যাপার। কেউ চাইলে কাজ করবে, না চাইলে করবে না। কিন্তু ব্যাপারটা যেভাবে ভাইরাল করা হয়েছে, তা বাড়াবাড়ি।” তাঁর নতুন ওটিটি ছবি ‘শাড়ি’ নিয়েও মুখ খুললেন পরিচালক। সাক্ষাৎকারেই রাম গোপাল বর্মা শেয়ার করেন তাঁর নতুন ওটিটি প্রজেক্ট ‘শাড়ি’ নিয়ে বিস্তারিত তথ্য। এ ছবির গল্প লিখেছেন তিনি। প্রযোজনাও করেছেন তিনি। রাম গোপাল বর্মার কথায়,“এই ছবি তুলে ধরে সোশ্যাল মিডিয়ার ভিতরে লুকিয়ে থাকা আবেগের খেলা—কীভাবে মানুষ কাউকে না জেনেও সম্পর্ক গড়েন, আর তাতে কী বিপদ ডেকে আনেন।”

 

প্রসঙ্গত, দীপিকার সঙ্গে তাঁর বিবাদের কথা প্রকাশ্যে আসার পরপরই ভাঙ্গা এক্স (পূর্বে টুইটার)-এ স্পষ্ট আক্রমণ শানিয়ে লেখেন, “আমি যখন কোনও অভিনেতাকে গল্প বলি, ১০০% বিশ্বাস করি। সেটা একরকম ‘অলিখিত চুক্তি’। কিন্তু তুমি যেটা করেছো, তাতে তুমি নিজেকে স্পষ্ট করে ফেলেছো।” তিনি আরও বলেন, “তুমি বোঝোনি। বুঝবে না। কোনওদিনই বুঝবে না।” দীপিকার বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি নাকি এক তরুণ অভিনেতাকে সরিয়ে দেওয়ার খেলায় নেমেছিলেন।

 

অন্যদিকে, সমাজমাধ্যমে ফের ঢেউ তুলেছেন লস অ্যাঞ্জেলস-এর ওভেশন হলিউড-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় ২০২৬ সালের ‘ওয়াক অফ ফেম’-এর তালিকা। দীপিকার নাম ঘোষণা হয় ‘মোশন পিকচার্স’ বিভাগে, আর সঙ্গেই উঠে আসে একাধিক আন্তর্জাতিক নাম—এমিলি ব্লান্ট, রামি মালেক, রেচেল ম্যাকঅ্যাডামস, স্ট্যানলি তুচ্চি, টিমোথি শ্যালামে, ডেমি মুর-এর মতো জনপ্রিয় হলি তারকারা।এই সম্মান পাওয়ার পর পর দীপিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “কৃতজ্ঞতা…”। অভিনেত্রীর লেখা সেই এক শব্দেই যেন ধরা পড়ল আনন্দ, বিস্ময় আর দায়িত্ববোধ—তাঁর গলায় ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করার আত্মবিশ্বাস।দীপিকা পাড়ুকোন। কারণ এবার তাঁর নাম চিরতরে লেখা থাকছে হলিউডের বিশ্ববিখ্যাত ‘ওয়াক অফ ফেম’-এ। ‘ওয়াক অফ ফেম’-এর ইতিহাসে দীপিকার নাম উঠল প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে।