গত বছর জুলাই মাসে রাজকুমার ও পত্রলেখা তাঁদের প্রথম সন্তানের আগমনের সুখবর নিজেদের সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সেই ঘোষণার পর থেকেই নেটিজেন ও অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ২০২৫-এর নভেম্বরে নবজাতকের জন্মের খবর সামনে আসতেই শুভেচ্ছায় ভেসেছিলেন তারকা দম্পতি। রাজকুমার ও পত্রলেখার কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান।
মেয়ের ছবি বা নাম এতদিন প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। তবে নতুন বছরেই মেয়েকে নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করলেন তাঁরা। রবিবাসরীয় সকালে রাজকুমার ও পত্রলেখা একরত্তির নাম প্রকাশ্যে আনেন। তাঁদের দুই হাতের মাঝে একরত্তির হাতের ছবি পোস্ট করেছেন। সঙ্গে জানিয়েছেন মেয়ের নাম হল, পার্বতী পাল রাও।
বাঙালি মেয়ে পত্রলেখা। তাই মেয়ের নামের সঙ্গে বাঙালি ছোঁয়া রেখেছেন তিনি। দেবী দুর্গার রূপ পার্বতী, মেয়ের নামে আধ্যাত্মিক ছোঁয়াও রেখেছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি রাজকুমার তাঁর স্ত্রীর হয়ে একটি অ্যাওয়ার্ড শো-এ হাজির হয়েছিলেন। সেখানে 'ফুলে' ছবিটির জন্য পুরস্কৃত হন পত্রলেখা। স্ত্রীর হয়ে তিনি সেই পুরস্কার গ্রহণ করেন, এবং তার পরবর্তী ভাষণে যা বলেন তাতে রীতিমত মুগ্ধ হয়েছেন সকলে। শুধুই কি তাই? এদিন পত্রলেখার জন্য একটি আদুরে পোস্টও লেখেন তিনি।
এদিন মঞ্চে উঠে পত্রলেখার হয়ে পুরস্কার নেওয়ার পর রাজকুমার জানান তিনি তাড়ায় আছেন, কারণ তাঁর 'দুই ডার্লিং' অপেক্ষা করে রয়েছেন। অভিনেতা বলেন, 'জুরিদের ধন্যবাদ পত্রলেখার কথা ভাবার জন্য, কারণ আমার মতে ও ভীষণ ভাল একজন অভিনেতা। ও হয়তো বেশি সুযোগ পায় না। কিন্তু যখন পায়, ও দেখিয়ে দেয়, সে 'ফুলে' হোক বা 'আইসি ৮১৪', 'সিটিলাইটস', ইত্যাদি। আর অবশ্যই, আমায় এখন হাসপাতালে যাব, কারণ ওখানেই আমার দুই ডার্লিং অপেক্ষা করে রয়েছে।'
এদিন ইনস্টাগ্রামেও একটি ছবি শেয়ার করে পত্রলেখাকে নিয়ে গর্ব প্রকাশ করেন রাজকুমার রাও। লেখেন, 'তোমায় নিয়ে গর্বিত পত্রলেখা। 'ফুলে' ছবির জন্য গত সন্ধ্যায় ও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে। গত বছর তোমার কাজগুলো সত্যিই অনুপ্রেরণা জুগিয়েছে, সে 'ফুলে' হোক বা 'আইসি ৮১৪' বা 'ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব'। তুমিই সেরা।'
প্রসঙ্গত, রাজকুমার রাও ও পত্রলেখার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১০ সালে। রাজকুমার একাধিকবার একাধিক সাক্ষাৎকারে বলেছেন, প্রথমবার এক বিজ্ঞাপনে পত্রলেখাকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল তাঁর। পরবর্তীতে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় ২০১৪ সালে। যখন দুজনে একসঙ্গে ‘সিটিলাইটস’ সিনেমায় অভিনয় করলেন। দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিনেতা আবার বাঙালি স্ত্রীয়ের থেকে বাংলাভাষা বলাও শিখেছেন। সেই বন্ধুত্ব, প্রেম ও আস্থার দীর্ঘ সফরের পর এবার তাঁরা পা রাখছেন নতুন এক পর্বে—পিতৃত্ব ও মাতৃত্বের জগতে।
