ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে পারিশ্রমিক ও ক্রিয়েটিভ মতভেদের জেরে এই মুহূর্তে নাকি 'দৃশ্যম ৩' ছবির সঙ্গে আর যুক্ত নন অক্ষয় খান্না! সহজ কথায়, ‘দৃশ্যম ৩’ ছবি ছেড়ে বেরিয়ে এসেছেন অক্ষয়।  পারিশ্রমিক সংক্রান্ত আলোচনা শেষ পর্যন্ত কোনও সমঝোতায় পৌঁছায়নি বলেই খবর।যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি অভিনেতা বা নির্মাতাদের তরফে, ফলে রহস্য আরও ঘনিয়েছে।তবে দরজা নাকি পুরোপুরি বন্ধ হয়নি। ইন্ডাস্ট্রি মহলের মতে, ভবিষ্যতে পরিস্থিতি বদলালে ফের আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। এহেন আবহে প্রায় এক সুর শোনা গেল ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা রজত কাপুরের গলাতেও! 

 


‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি মানেই টানটান সাসপেন্স, রহস্যের জট এবং অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা সত্যের লড়াই। সেই বহুল প্রতীক্ষিত ‘দৃশ্যম ৩’-এ আবারও ফিরছেন অভিনেতা রজত কাপুর, তাঁর আগের চরিত্র ‘মহেশ দেশমুখ’ হিসেবেই, যিনি এই ছবিতে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির সঙ্গে বাঁচতে থাকা এক বাবা এবং একজন স্বামীর ভূমিকা সামলান।

 

সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে রজত কাপুর খোলামেলা ভাবে স্বীকার করেছেন, তাঁর চরিত্রের “গ্রোথ” বা “আর্ক” খুব বেশি কিছু নেই। এ প্রসঙ্গে খানিক কটাক্ষের সুরেই তিনি বলেন, “কিছু ‘ফাঁস’ করার নেই। ছবিতে আমি আগের মতোই তাব্বুর পেছনে দাঁড়িয়ে আছি। তৃতীয় পর্বেও তেমনই থাকব। আমার কোনও আলাদা আর্ক নেই।” তাঁর এই সরল মন্তব্যে যেমন ফুটে উঠেছে নিজের চরিত্রকে নিয়ে নির্ভার মনোভাব, তেমনই বোঝা যায় যে সিরিজের মূল ফোকাস এখনও গল্পের রহস্যময়তা এবং কেন্দ্রীয় চরিত্রদের মানসিক লড়াই ঘিরেই আবর্তিত হবে।

 

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘রেইড ২’-এ সিনিয়র ইনকাম ট্যাক্স অফিসার, আবার ‘রাত আকেলি হ্যায় : দ্য বনশল মার্ডার্স’–এ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, এরকম একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকের চরিত্রে তাঁকে দেখা গেলেও, অনেক সময় এই ধরনের ভূমিকাও অভিনেতার জন্য চ্যালেঞ্জ তৈরি করে। তাঁর কথায়, “ইনকাম ট্যাক্স, সিবিআই...এই দিকেই আটকে আছি মনে হয়। সমস্যা হল, এমন চরিত্রে অনেক সময় করার মতো তেমন কিছু থাকে না। নওয়াজউদ্দিনের মতো যদি চরিত্রের  স্পষ্ট ওঠানামা থাকে, তখন সেটি আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ সময়ে কেবল পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দিতে হয়।”

 

তবে ‘দৃশ্যম ৩’–এ তাঁর উপস্থিতি নিঃসন্দেহে গল্পের স্তরকে আরও গভীর করবে। কারণ ছেলে হারানো দুই অভিভাবকের যন্ত্রণা, বিচার পাওয়ার লড়াই এবং সত্যের সন্ধান -এই ত্রিভুজ বরাবরই এই ফ্র্যাঞ্চাইজির মেরুদণ্ড। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজত কাপুরের চরিত্র এখনও গুরুত্বপূর্ণ, যদিও তিনি নিজে সেটিকে নিয়ে অত্যন্ত স্বচ্ছ ও বিনয়ী।

 

 

পরিচালক অভিষেক পাঠক ফিরছেন এই ছবিতে। তিনিই ‘দৃশ্যম ২’ পরিচালনা করেছিলেন। সঙ্গে ফিরছেন পুরো ‘ দৃশ্যম পরিবার’- শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, মৃণাল জাধব, তাব্বু, রজত কাপুর, কমলেশ শর্মা-প্রত্যেকে। তবে ছবির এক  জায়গায় রয়েছে সবচেয়ে বড় রহস্য। এখনও স্পষ্ট নয় অজয়ের ‘দৃশ্যম ৩’ কি মোহনলালের মালয়ালম ‘দৃশ্যম ৩’ ছবির রিমেক হবে না কি সম্পূর্ণ নতুন মৌলিক চিত্রনাট্যের ভিত্তিতে তৈরি হবে?কারণ দুটি ছবিতেই কাজ চলেছে অনেক দিন।