‘কোই মিল গয়া’-র রাজ স্যাক্সেনা চরিত্রে তাঁকে মনে রেখেছেন প্রায় সবাই। দীর্ঘদিন পর আরিয়ান খান পরিচালিত সিরিজ 'ব্যাডস অফ বলিউড '-এ অভিনয়ের সুবাদে ফের আলোচনায় অভিনেতা রজত বেদী। তবে এবার রজত তাঁর নতুন হিট সিরিজ ছাড়াও আলোচিত হচ্ছেন মুকেশ খান্নার নেওয়া এক বিতর্কিত পডকাস্টের জেরে! আরও ভাল করে বললে, রাকেশ রোশনকে নিয়ে রজতের এক “বিকৃত” সাক্ষাৎকারের অংশ, যা ঘিরে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি।

 

রজতের দাবি, গত বছরের এক পুরনো সাক্ষাৎকারকে কেটে ছেঁটে এমনভাবে ভাইরাল করা হয়েছে, যেন রাকেশ রোশনকে নিয়ে তাঁর কোনও ক্ষোভ রয়েছে! কিন্তু অভিনেতা সোজাসুজি বললেন — “ওটা পুরোপুরি ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার কথাগুলো প্রসঙ্গের বাইরে নিয়ে গিয়ে ক্লিকবেট করে বানানো হয়েছে।”

 

রজাতর বক্তব্য, তিনি এক নিরীহ আলাপচারিতায় মুকেশ খান্নাকে জানিয়েছিলেন যে 'কোই মিল গয়া' মুক্তির পর তিনি কানাডায় পাড়ি দেন। কিন্তু ওই সাক্ষাৎকার প্রকাশের সময় সেই ব্যাপারটিকে এমনভাবে দেখানো হয় যে, নাকি তাঁকে ছবির প্রচারে বাদ দেওয়ায় অভিমান করে দেশ ছেড়েছিলেন! “এটা ভীষণ অন্যায়। শুধুমাত্র ভিউ আর হিট পাওয়ার জন্য এমনটা করা যায়?”— ক্ষোভে ফেটে পড়েন রজত।

 

তবে অভিনেতা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন — রাকেশ রোশনের প্রতি তাঁর শুধুই শ্রদ্ধা। “রাকেশ স্যার নিজে সিন করে দেখিয়ে দিতেন যাতে আমরা চরিত্রটা বুঝতে পারি। উনি অত্যন্ত নিখুঁত পরিচালক। আমার সঙ্গে উনার সম্পর্ক বরাবরই দারুণ,” বলেন রজত। তাই তাঁর কথাকে বিকৃত করে এমন শিরোনাম তৈরি হওয়া তাঁকে গভীরভাবে কষ্ট দিয়েছে।

 

কানাডায় যাওয়ার কারণও খোলাখুলি জানিয়েছেন রজত — “ওটা কোনও পেশাগত অভিমান নয়। বরং বাস্তবতার মুখোমুখি হওয়া। খ্যাতি ছিল, কাজও ছিল, কিন্তু স্থিতিশীলতা ছিল না। সংসার চালানো কঠিন হয়ে গিয়েছিল, তাই ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল।”

 

কানাডায় ব্যবসা সামলে বহু বছর পর তিনি ফের অভিনয়ে ফিরেছেন। 'দ্য ব্যাডস অফ বলিউড'-এর সাফল্য তাঁর কেরিয়ারে যেন নতুন প্রাণ ঢেলেছে। রাজাতের ভাষায়, “এবার আমি ফিরেছি নিজের শর্তে। কোনও ভুল বোঝাবুঝি নয়, শুধু কাজ আর সম্মান।”