বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি আর ব্যবসায়ী রাজ কুন্দ্রার প্রেমকাহিনী অনেকটা হিন্দি সিনেমার গল্পের মতোই। সম্প্রতি রাজ তাঁদের প্রথম পরিচয় আর সম্পর্কের শুরুর দিনগুলির কথা খুলে বলেছেন। তিনি জানিয়েছেন, শিল্পাকে প্রথম দেখেই তাঁর মনে হয়েছিল, সেই তাঁর জীবনের সঙ্গী হবেন। তবে শুরুর দিকে বাড়ির সবাই বিশেষ করে রাজের বাবা এই সম্পর্ক নিয়ে বেশ সংশয়ে ছিলেন।

 


সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ ও শিল্পা এই বিষয়ে কথা বলেন। রাজ কুন্দ্রা জানান, তাঁর বাবা প্রথমে একেবারেই মেনে নিতে পারেননি যে ছেলে একজন অভিনেত্রীকে প্রেম করছে। তাঁর বাবার বিশ্বাস ছিল—‘অভিনেত্রীরা মদ খায়, সিগারেট খায়, সংসার টিকিয়ে রাখতে পারে না।’ কিন্তু রাজ যখন শিল্পাকে বাড়িতে নিয়ে যান, তখন পরিস্থিতি পাল্টে যায়। শিল্পার ভদ্রতা, আন্তরিকতা আর পরিমিত স্বভাব দেখে রাজের বাবা-মা মুগ্ধ হয়ে যান। এমনকী পরে তাঁরা মজা করে বলেন, ‘‘তুই থাক বা না থাক, আমরা কিন্তু শিল্পার পক্ষেই আছি।’’ অন্যদিকে, শিল্পাও সে স্মৃতি মনে করে বলেন, ‘‘আমার শ্বশুর-শাশুড়ি আমাকে রাজের থেকেও বেশি ভালবাসেন।’’ এই কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন।

 

২০০৭ সালে লন্ডনে শিল্পার পারফিউম লঞ্চের সময় রাজ কুন্দ্রার সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। রাজ সেই অনুষ্ঠানের প্রচারে সাহায্য করছিলেন। ধীরে ধীরে আলাপ থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেম। দু’বছর পর, ২০০৯ সালের ২২ নভেম্বর, তাঁরা বড় ধুমধামের সঙ্গে বিয়ে করেন।

 


২০১২ সালে জন্ম হয় তাঁদের ছেলে ভিয়ানের। এরপর ২০২০ সালে সারোগেসির মাধ্যমে মেয়ের জন্ম দেন তাঁরা, নাম সামিশা। সংসার, সন্তান আর কাজের ব্যস্ততার মাঝেও রাজ-শিল্পা চেষ্টা করেন একে অপরের জন্য আলাদা সময় বের করতে। রাজের কথায়, ‘‘সন্তান একদিন বড় হয়ে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দম্পতিকে নিজেদের জন্য সময় দিতেই হবে।’’ তাই তাঁরা আজও মাসে অন্তত একটি ‘ডেট নাইট’ ঠিক রাখেন।

 

আরও পড়ুন: 'ঐশ্বর্যর থেকেও অনেক বেশি সুন্দরী আমি' ভাইরাল তানিয়া মিত্তলের বিস্ফোরক দাবি! ফের আলোচনায় 'বিগ বস' প্রতিযোগী 

 


রাজের মতে, সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হল বোঝাপড়া আর সম্মান। ভালোবাসা যদি সত্যি হয়, তবে সমাজ বা পরিবারের আপত্তি ধীরে ধীরে গলে যায়। তাঁর এবং শিল্পার সম্পর্ক তারই উদাহরণ। আজ তাঁরা শুধু দম্পতি নন, বরং সেরা বন্ধু হিসেবেও একে অপরকে আগলে রেখেছেন।

 


প্রসঙ্গত, গত আগস্ট মাসেই তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বইয়ের জনৈক ব্যবসায়ী। তাঁর দাবি, একসময়ে শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা 'বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে' ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। যে টাকা আত্মসাৎ করার অভিযোগ তারকাদম্পতির বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইস্যুতেই এবার রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। যার ফলে, এবার ইচ্ছে করলেই যখন-তখন দেশের বাইরে যেতে পারবেন না রাজ-শিল্পা। অনুমতি সাপেক্ষেই এবার থেকে বিদেশ ভ্রমণ করতে হবে তাঁদের।