২০২৫ -এর শেষে একের পর এক বিতর্কে জর্জরিত হতে হয়েছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কখনও মেসির সঙ্গে ছবি তোলার জন্য তীব্র কটাক্ষের শিকার হয়েছেন টলিউডের 'লেডি সুপারস্টার'। কখনও আবার তাঁর বেটার হাফ, রাজকে সমালোচনার মুখে পড়তে হয় হোক কলরবের সংলাপের কারণে। কিন্তু ২০২৫ -এর বিতর্ক রাখা থাকল ২০২৫ -এই। নতুন বছর নিজেদের ভালবাসায় মুড়েই শুরু করলেন এই তারকা জুটি। 

বিদেশের রাস্তায় স্ত্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ২০২৬ সালকে স্বাগত জানালেন রাজ চক্রবর্তী। বছরের শেষ এবং নতুন বছরের শুরুটা পরিবারের সঙ্গে কাটাতে দেশের বাইরে পরী দিয়েছেন তাঁরা। ব্যাংককে বর্ষবরণ সারলেন রাজ শুভশ্রী। তারই ঝলক এদিন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। 

শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন যে ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে সেখানে দেখা যাচ্ছে ব্যাংককের রাস্তায় মানুষের ঢল। আকাশে আতশবাজির খেলা। তার মাঝেই দাঁড়িয়ে রাজ, শুভশ্রী। বারোটা বাজতেই স্বামীর গালে একটা চুমু খান অভিনেত্রী। এরপরই তাঁদের প্রকাশ্যে লিপ কিস করতে দেখা যায়। আকাশেও বেড়ে যায় রঙিন আলোর খেলা। সকলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে 'হ্যাপি নিউ ইয়ার' বলে চেঁচিয়ে ওঠেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ব্যাংককে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই আতশবাজির প্রদর্শনের ঝলক পোস্ট করেছেন রাজ চক্রবর্তীও। দু'জনেই এদিন এই ভিডিওগুলো পোস্ট করে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। লেখেন, 'হ্যাপি ২০২৬।' তবে কেবল, রাজ শুভশ্রী জুটি বেঁধে বেড়াতে যাননি। সঙ্গে গিয়েছে তাঁদের দুই সন্তান, ইউভান এবং ইয়ালিনিও। দুই খুদের ভিডিও বছরের শেষ দিন স্টোরিতে পোস্ট করেছিলেন অভিনেত্রী। 

তাঁদের এই পোস্টে অনুরাগীরা তো বটেই, টলিউডের একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন রোহন ভট্টাচার্য, প্রমুখ। 

প্রসঙ্গত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দর্শক শেষবার 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে দেখেছেন। সদ্যই বড়দিনের সময় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। এখানে বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী। তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে দর্শকদের থেকে। অন্যদিকে রাজ চক্রবর্তী শীঘ্রই নিয়ে আসতে চলেছেন তাঁর নতুন ছবি 'হোক কলরব'। ২০২৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ছাত্র মৃত্যুর ঘটনাকে এখানে তুলে ধরা হবে। চলতি বছরের সরস্বতী পুজোর দিন মুক্তি পাবে সেই ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রোহন ভট্টাচার্য, ওম সাহানি, জন ভট্টাচার্য, অভিকা, প্রমুখ। এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম 'ক্ষুদিরাম চাকি'। তাঁকে ছবির টিজারে বলতে শোনা যায়, 'আমি ঝুলি না ঝোলাই'। এই সংলাপ শুনেই একাংশ নেটিজেন ক্ষেপে গিয়েছেন। ক্ষুদিরাম বসুকে অপমান করা হয়েছে বলে মত তাঁদের।