নিজস্ব সংবাদদাতা: বাঙালি দর্শক চিরকালই রাইমা সেন দেব বর্মাকে তাঁর দিদা সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করে এসেছেন। 'মহানায়িকা'র ছায়া যেন বারবার রাইমার মধ্যে দেখেছেন সিনেপ্রেমীরা। রাইমাও বেশকিছু ফটোশুটে নিজেকে সাজিয়েছেন দিদার মতো করে। রবিবার সুচিত্রা সেনের জন্মদিনে আর নিজেকে দিদার সাজে সাজালেন না। বরং সমাজমাধ্যমে তুলে‌ ধরলেন অদেখা ছবি।

 

 

রাইমার ভাগ করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, দিদা সুচিত্রা সেন ও দাদু দিবানাথ সেনের সঙ্গে দাঁড়িয়ে আছেন ছোট্ট রাইমা। আনমনে রাইমার দিকে তাকিয়ে রয়েছেন 'মহানায়িকা'। এই ছবিটি ভাগ করে রাইমা লেখেন, "শুভ জন্মদিন আম্মা, তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে।"


আজ সুচিত্রা সেনের ৯৪ তম জন্মদিন হলেও কিন্তু বাঙালির মনে আজও তিনি চির তরুণী। বয়স হয়ে যাওয়ার পরে তাঁর খুব বেশি ছবি প্রকাশ পায়নি। তাই জন্যে আরও বেশি করে সুচিত্রা সেন বলতে স্বর্ণযুগের কথাই মনে পড়ে দর্শকদের। তাঁর স্মৃতি দগদগে। সময় গড়ালেও আজও তিনিই ‘মহানায়িকা’।

 


প্রসঙ্গত, অভিনেত্রী সুচিত্রা সেনের জীবন নিয়ে দর্শকের জীবনে কৌতূহলের শেষ নেই। অনেকের মনেই প্রশ্ন সে যুগে কত পারিশ্রমিক ছিল 'মহানায়িকা'র। শোনা যায়, নায়িকার পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ কপালে উঠে যাবে। শোনা যায় শুরুর দিকে সুচিত্রার পারিশ্রমিক ছিল ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা। যা পরে বেড়ে দাঁড়িয়েছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা।