নিজস্ব সংবাদদাতা: গতকালের ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের মিটিংয়ের পর আবারও স্বরূপ বিশ্বাসকে চিঠি পাঠিয়েছিল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। যেখানে প্রমাণ সহ লেখা রয়েছে, যে অভিযোগে দোষী করা হচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়, তা একেবারেই ঠিক নয়। সম্পূর্ণ নির্দোষ পরিচালক।
তাই তাঁর বিষয়টি আরও একবার যেন ফেডারেশনের পক্ষ থেকে খতিয়ে দেখা হয়, সেই আর্জিই জানানো ছিল চিঠিতে।

এই বিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনও কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আগামিকাল এই বিষয়ে ফেডারেশন কিছু বক্তব্য পেশ করতে চলেছে। তবে ছবির পরিচালকের আসনে কি শেষমেশ রাহুলকেই দেখা যাবে? এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রযোজনা সংস্থা এসভিএফ।

টলিউডের পরিচালকরা একজোট হয়ে রাহুলের পাশে দাঁড়িয়েছেন। দাবি তুলেছেন যাতে কোনও অবিচার না হয় তাঁর প্রতি। ক্রিয়েটিভ প্রোডিউসার নয়, ছবির পরিচালনা যেন তিনিই করতে পারেন। নয়তো ছবিটি যেন বন্ধ থাকে। এমনকী ঘনিষ্ঠ সূত্র থেকে এও জানা গিয়েছিল, এই দাবি না মানা হলে ফেডারেশনের সঙ্গে যুক্ত পরিচালকরা পদত্যাগ করবেন। কিন্তু এবার এল ঘনিষ্ঠ সূত্রের তরফে বড় খবর।

আগামীকাল শুটিংয়ের প্রথম দিনে টেকনিশিয়ান স্টুডিওতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকবেন রাহুল মুখোপাধ্যায়। জল্পনার অবসান ঘটিয়ে তাঁকেই যেতে চলেছে পরিচালকের আসনে।