সিরিজের মতোই পরবর্তী সিজন নিয়ে আসছে ধারাবাহিকও! জনপ্রিয়তা এতটাই বেশি যে শেষের মুখে এসেও শেষ হচ্ছে না ধারাবাহিক। বছরের পর বছর ধরে চললেও দর্শকের চোখে মলিন হয়নি এই মেগা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন ধারাবাহিকের কথা বলছি, ঠিক ধরেছেন 'অনুরাগের ছোঁয়া'।
বেশ কয়েক বছর ধরে চলার পরেও এর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। একসময় একচেটিয়াভাবে টিআরপিতে প্রথম স্থান দখল করলেও বর্তমানে নতুন ধারাবাহিকের জেরে পিছিয়ে পড়েছে সূর্য-দীপার গল্প। তবে টিআরপি তালিকার প্রথম দশ থেকে মোটেই সরে যায়নি এই ধারাবাহিক। নিজের জায়গা পাকা করে টিকে থেকেছে বরাবরই।
গল্পের নতুন মোড় আগেও এসেছে। এসেছে কয়েক বছরের লিপ। বদল এসেছে চরিত্রদের মধ্যে। জায়গা করে নিয়েছে নতুন চরিত্ররাও। তবে এবার গল্পে আসতে চলেছে এক আমূল পরিবর্তন। পুরোপুরি পাল্টে যাচ্ছে 'অনুরাগের ছোঁয়া'র গল্প। বদলে যাচ্ছে নায়ক-নায়িকাও। এবার আর স্বস্তিকার পাশে দেখা যাবে না দিব্যজ্যোতিকে। কারণ, নতুন এই গল্পে নায়ক হিসেবে আসছেন রাহুল মজুমদার। সঙ্গে থাকছেন তিয়াশা লেপচাও। তবে গল্প বদলালেও দেখা যাবে স্বস্তিকা ঘোষকে।
জানা যাচ্ছে, স্বস্তিকা, রাহুল ও তিয়াশাকে নিয়ে এক ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে শুরু হচ্ছে এই ধারাবাহিক। তবে 'অনুরাগের ছোঁয়া'র নামটি অপরিবর্তিত থাকছে বলেই খবর। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই মেগার। গল্পের পরিবর্তন আসলে আবারও কি হারানো জায়গা ফিরে পাবে এই ধারাবাহিক? সেটাই এখন দেখার।

আগে বহুবার এই ধারাবাহিক শেষের গুঞ্জন তৈরি হয়েছিল। যতবার এই গুঞ্জন এসেছিল, ঠিক ততবার ধারাবাহিকে এসেছিল নয়া মোড়। গল্পের চমকে দর্শক আবারও পেয়েছিলেন মনোরঞ্জনের রসদ। এবারও জানা গিয়েছিল, সেপ্টেম্বরেই নাকি শেষ হতে চলেছে এই ধারাবাহিক। তবে এবার তো জানা যাচ্ছে, নতুন চমক শুধু নয়, আসছে নতুন গল্প। এই খবর টলিপাড়ায় ছড়াতেই অনুরাগীদের নানা মন্তব্য ভেসে এসেছে।
দিব্যজ্যোতি-স্বস্তিকার জুটিকে এতদিন দর্শক যেভাবে ভালবাসা দিয়েছেন। নতুন এই গল্পে স্বস্তিকার বিপরীতে অন্য নায়কের খবর পেয়ে মন খারাপ একদল দর্শকের। অন্যদিকে আবার, নতুন গল্পে রাহুলের বিপরীতে দুই পছন্দের নায়িকা স্বস্তিকা ও তিয়াশাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীদের একাংশ। জানা যাচ্ছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই শুরু হবে 'অনুরাগের ছোঁয়া'র নতুন গল্প।
