কালের নিয়মে সবকিছুই শেষ হয়। আবার শেষ থেকেই হয় শুরু। 'অনুরাগের ছোঁয়া' শেষের পরই নতুন শুরুর দারুণ খবর দিলেন রাহুল মজুমদার। শীঘ্রই বড় পর্দায় দেখা যেতে চলেছে এই অভিনেতাকে। এবার তিনি জুটি বাঁধছেন তাঁর রিয়েল লাইফ পার্টনার প্রীতি বিশ্বাসের সঙ্গে। অর্থাৎ একসঙ্গে বিগ স্ক্রিনে আসছেন স্বামী-স্ত্রী। 

'রং রুট' ছবিতে প্রথমবার দেখা গিয়েছিল এই জুটিকে। ওই ছবিতেই রাহুল ও প্রীতির প্রথম দেখা হয়, এরপর প্রেম এবং পরবর্তীকালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। এখন তাঁদের জীবনে এসেছে ছোট্ট আইরা। ঠিক এমনই এক পরিবারের গল্প এবার বড় পর্দায় দেখতে চলেছেন দর্শকেরা। শোনা যাচ্ছে, শীতকালেই মুক্তি পাবে এই ছবি। নাম 'হ্যাপি হ্যাপি ফ্যামিলি'। নাম শুনেই সকলে আন্দাজ করতে পারছেন সম্পূর্ণ পারিবারিক একটি ছবি, সঙ্গে রয়েছে কমেডি। 

ভালবাসায় মোড়া এক পরিবার, যেখানে বাস্তবের মতোই রয়েছে আলো ও অন্ধকার। তবে ভালবাসা একটা সংসারকে কীভাবে বেঁধে রাখতে পারে, বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে, সেটাই দেখাতে চলেছে এই ছবি। বিশেষ করে জীবনের খুব ছোট ছোট মুহূর্ত আসলে কতটা দামি হয়, তা আবার হয়তো মনে করতে পারবেন দর্শকেরা। মন খারাপ ও নানা জটিলতার মাঝে এই ছবির গল্প আসলে খোলা হাওয়ার মতো, যা মন ভাল করতে বাধ্য। 

যদিও এই ছবিতে রাহুল ও প্রীতিকে ঠিক কেমন ধরনের চরিত্রে দেখা যাবে, তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বহুদিন বাদে এই ছবির হাত ধরে পর্দায় ফিরছেন প্রীতি। মা হওয়ার পর অভিনয় জগৎ থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে মেয়েকে সময় দেওয়াই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন অভিনেত্রী। সঙ্গে ধীরে ধীরে আবার কাজে ফেরার চিন্তাভাবনা করছেন প্রীতি। তার মাঝেই এই সুখবর। 

অন্যদিকে,কিছুদিন আগে শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। মাত্র কয়েক মাসের মধ্যেই এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রাহুল। কিন্তু এই ক'দিনের মধ্যেই যে 'আদিত্য'র পথচলা শেষ হবে তা ভাবতে পারেননি কেউই। তবে এই শেষের খবরের পরই অনুরাগীদের মন ভাল করে দিলেন অভিনেতা। আর প্রীতির উপস্থিতি যেন এই সুখবরকে আরও দ্বিগুণ করে দিয়েছে। প্রথম ছবির পর আর জুটি বাঁধতে দেখা যায়নি রাহুল-প্রীতিকে। তাই স্বাভাবিকভাবেই এই ছবি দু'জনের জন্যই খুব স্পেশাল। 

বাস্তবে দর্শকের ভাসবাসার জুটি রাহুল-প্রীতি। সমাজমাধ্যমে মা-বাবা এবং মেয়ের ভিডিও হয় ভাইরাল। এই মুহূর্তে মেয়েকে নিয়েই সময় কাটাচ্ছেন টলিপাড়ার এই দম্পতি। তাঁদের বাস্তবের হ্যাপি ফ্যামিলির মতো বড় পর্দার 'হ্যাপি হ্যাপি ফ্যামিলি' কেমন হয়, সেটাই এখন দেখার।