সংবাদসংস্থা মুম্বই: বলিউডের খ্যাতনামা পরিচালক প্রকাশ ঝা ঘোষণা করলেন পরপর তিনটি ছবির। মুম্বই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আগামী ছবির পরিকল্পনা নিয়ে মুখ খুললেন পরিচালক।
তিনি বলেন, "অজয় দেবগণ অভিনীত 'গঙ্গাজল' ছবিটি দর্শক বহুবার দেখেছেন। তাই আমার মনে হয় না যে এর আবারও বড়পর্দায় মুক্তির প্রয়োজন আছে বলে। তবে এই ছবির সিক্যুয়েলের পরিকল্পনা চলছে। চিত্রনাট্যের কাজও শুরু হয়েছে।"
প্রকাশ ঝা-এর কথায়, "রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফ অভিনীত ছবি 'রাজনীতি'র দ্বিতীয় ভাগ আনারও পরিকল্পনা চলছে। চিত্রনাট্য লেখার কাজ এবং অভিনেতা নির্বাচন পর্ব চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হতে পারে।"
তিনি আরও বলেন, "এছাড়াও সুনন্দা পুষ্করের জীবনী নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছি। কারণ, ওঁর রহস্যমৃত্যুর কিনারা নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে মানুষের মনে। এখন দর্শক রহস্য পছন্দ করছেন। তাই এই ছবির পরিকল্পনা চলছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি।"
প্রসঙ্গত, পরিচালক জানান, পর্দায় অভিনয়ে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর। ভাল চিত্রনাট্য এবং দৃঢ় চরিত্রের জন্য তিনি অপেক্ষা করছেন। নিজের পরিচালনাতেও অভিনয়ে ফিরতে পারেন তিনি, এমনটাও জানিয়েছেন।
