নিজস্ব সংবাদদাতা: এক সময় বাংলা ছবিতে বেশকিছু কাজ করে দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। এরপর হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। মাঝে অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বিয়ে এবং মা হওয়ার পর মাঝে বেশকিছুদিন অভিনয় দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন পূজা।
পরে কাজে ফিরে ‘পাপ’-এর মতো চর্চিত ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেন পূজা। 'ডান্স বাংলা ডান্স'-এর মতো জনপ্রিয় রিয়ালিটি শোয়ের বিচারক হিসাবেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি, 'অথৈ' ছবিতে আইটেম নাচতেও দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে ছেলে কৃশিবকে নিয়েই বেশিরভাগ সময়টা কাটছে তাঁর। কিন্তু এবার ভয়ঙ্কর বিপদে পড়লেন পূজা ও কূণাল।
জালিয়াতির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন নাকি তাঁরা। অভিনেত্রী ও তাঁর স্বামী জানান, তিন বছর ধরে বন্ধুত্ব ছিল এক জনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তাঁরা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাঁদের জন্য। আগামীতে কী হবে তা নিয়ে চিন্তায় দম্পতি।
তাঁদের কথায়, ‘‘গত তিন মাস যে কীভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এরপর ঠিক কী হবে। মনে হচ্ছে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। অনেক টাকা চোট হয়েছে আমাদের। সবটা আমাদের কষ্ট করে উপার্জনের টাকা। এই ঘটনায় আমরা খুবই ভেঙে পড়েছি। দয়া করে আমাদের আগামী কাজগুলো একটু সমর্থন করবেন। যাতে একটু হলেও আমরা নিজেদের ক্ষতিটা পূরণ করতে পারি।"
প্রসঙ্গত, জালিয়াতির অভিযোগ তুললেও, ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। এমনকী ঠিক কত টাকা চোট গিয়েছে, তার অঙ্কও প্রকাশ করেননি।
