গত ২৫ আগস্ট প্রয়াত হন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৭ আগস্ট থেকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল অভিনেতাকে। তবে হার্ট অ্যাটাকের কারণে আর শেষরক্ষা হয়নি। সেদিন ১১:৩৫ নাগাত মৃত্যুর কোলে ঢোলে পড়েন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দেখতে দেখতে দিন পেরিয়ে বৃহস্পতিবার ছিল অভিনেতার শ্রাদ্ধের অনুষ্ঠান। এ দিনও জয়কে শেষ শ্রদ্ধা জানাতে যান প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়।‌ তাঁর সঙ্গে এদিন ছিলেন টলিউডের 'জেষ্ঠপুত্র' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছিলেন টলিপাড়ার আরও তারকারা। 

 

 

জয়ের শ্রাদ্ধানুষ্ঠানে এসে কাছের বন্ধুকে হারানোর গভীর শোক যেন আরও বেশি করে অনুভূত করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, "জয় আমার খুব ভাল বন্ধু ছিল, আছে, থাকবে। হয়তো আমাদের রোজ কথা হত না, কিন্তু প্রায় ৪০-৪৫ বছর ধরে আমাদের বন্ধুত্ব। তাই ওর চলে যাওয়াটা নিয়ে আলোচনা করব ভাবতেই পারি না। এখনও মেনে নিতে পারছি না। মাস তিনেক আগে যখন মুম্বইতে ছিলাম 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রোমোশনে, তখনও অনেক কথা হয়েছে। আসলে আমাদের প্রজন্মের বন্ধুদের দেখা হলে সিনেমা নিয়ে কথা কম হয়, পারিবারিক কথা বেশি হয়। শুধু একটুই বলব, মাসিমা আর জয়ের স্ত্রী রয়েছেন এখানে, জয় আমায় কাছের বন্ধু ছিল, তাই আমি ওদের জন্য রয়েছে। আমি কলকাতায় আছি, সব সময় ওদের জন্য থাকব।"

 

আরও পড়ুন: টিআরপি-তে বড় মোচড়! এক ধাক্কায় অনেকটা নামল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’, কোথায় টিকে ‘চিরসখা’, সেরার শিরোপাই বা কার মাথায়

 


এদিন চোখের কোণে জল চিকচিক করে উঠল প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, "আজকের দিনে জয়ের ছবিরই একটা গান খুব মনে পড়ছে। কী উপহার সাজিয়ে দেব...। জয়কে আমাদের আর কোনও উপহার সাজিয়ে দিতে হবে না। ও আমাদের কাছে ওর জীবনীশক্তির মাধ্যমে উপহার হয়ে থাকল। অদম্য জীবনীশক্তি ছিল ওর। ছবিতে আর কাজ না করা, অভিমান করা, এসব আজ দূরে রাখতে চাই। শুধু এটুকু চাই ও যেখানেই থাকুক, ভাল থাকুক।"

 

আরও পড়ুন: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রোহিত, এর মধ্যেই ফিরে এল যমজ ভাই! নিজের বরকে চিনতে এবার কী করবে ফুলকি?


প্রসঙ্গত, সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়। 'চপার' ছবিতে তাঁর অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। 

 

যদিও রাজনীতিবিদ, অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় জয়ের। তবে সেই বিয়ে টেকেনি। এরপর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সংসার ছিল প্রয়াত অভিনেতার। জয়ের মা-ও বেঁচে রয়েছেন। ছেলের মৃত্যুশোকে কাতর তিনি। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।