অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। ৬০ বছর পূরণ করলেন তিনি। বোনের এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন তাঁর দাদা তথা বাংলা ছবির তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁদের ভাইবোনের একটি ছবি একসঙ্গে পোস্ট করে আদুরে ক্যাপশনও লিখেছেন ‘বুম্বাদা’। ছবিতে দেখা যাচ্ছে বোনের গালে স্নেহচুম্বন এঁকে দিচ্ছেন দাদা। আর দাদাকে আঁকড়ে ধরে রয়েছেন তাঁর বোন।
সোশ্যাল মিডিয়ায় পল্লবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে তিনি লেখেন, “শুভ জন্মদিন! তুই আমার জীবনের শক্তি, আমার গর্ব। তোর প্রতিটা দিন ভরে উঠুক হাসি, ভালবাসা আর সুন্দর মুহূর্তে। ঈশ্বর তোকে দিন অন্তহীন সুখ আর সুস্থতা। অনেক ভালবাসা রইল তোর জন্য।”
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিতে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক অনুরাগীরা।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেতা। প্রায়ই শুটিং সেট থেকে ছবি বা ছেলের সঙ্গে মিষ্টি মুহূর্ত শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। চলতি বছরে ক্রিসমাসের আবহে মুক্তি পাওয়ার কথা তাঁর ‘বিজয়নগরের হিরে’ ছবিটি। ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজি এমনিতেই জনপ্রিয় দর্শকমহলে। তবে, এবারে এই ছবির দায়িত্বে নেই সৃজিত মুখোপাধ্যায়। পরিচালনার ব্যাটন হাতে তুলে নিয়েছেন চন্দ্রাশিস রায়। ‘কাকাবাবু’র নতুন পরিচালকের নির্দেশনায় পর্দায় ‘সন্তু’র ভূমিকার আরও একবার দেখা যাবে আরিয়ান ভৌমিককে। ‘জোজো’ হিসাবে ‘কাকাবাবু’র সিরিজে পা রাখলেন পূষণ দাশগুপ্ত। কলকাতা, কর্নাটকের হাম্পি আর ঝাড়খণ্ড মিলিয়ে শেষ হয়েছে ‘বিজয়নগরের হিরে’ ছবির শুটিংয়ের। ছবিতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সত্যম ভট্টাচার্য এবং শ্রেয়া ভট্টাচার্য-কে।
