নিজস্ব সংবাদদাতা: হাত ধরে রোমান্টিক নাচ! প্রসেনজিতের বহুলগ্ন কে? ছেলে তৃষাণজিতের সঙ্গে ডান্স ফ্লোর মাতালেন অভিনেতা। টলিউডের 'ইন্ডাস্ট্রি' অর্থাৎ সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (মিশুক) টলিউডের প্রত্যেকের খুব কাছের একজন মানুষ। ছোট থেকেই দেবের ভক্ত সে। তাই 'খাদান' দেখে নিজের প্রতিক্রিয়া জানাতেও ভোলেননি। 'দেবের ভক্ত' বলে নিজের পরিচয় দিয়েছেন মিশুক।
বরাবরই বাবা প্রসেনজিৎ-এর চোখের মণি সে। ছেলের সঙ্গে মাঝেমধ্যেই নানা খুনসুটির মেজাজে ধরা দিতে দেখা যায় টলিউডের 'ইন্ডাস্ট্রি'কে। ছেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর, তা বহুবার নিজের মুখেই স্বীকার করেছেন প্রসেনজিৎ।
এবার মিশুকের ২০ বছরের জন্মদিনে দেদার পার্টিতে মাতলেন চট্টোপাধ্যায় পরিবার। সেই সঙ্গে বাদ যাননি টলি তারকারাও। জন্মদিনের পার্টিতে ছেলের সঙ্গে 'চির দিনই তুমি যে আমার' গানে পা মেলালেন অভিনেতা। বাবা-ছেলের যুগলবন্দি দেখে হেসে খুন উপস্থিত আমন্ত্রিতরা।
ছেলের সঙ্গে এই মিষ্টি মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে প্রসেনজিৎ লেখেন, 'শুভ জন্মদিন তৃষাণজিৎ।জানি তুমি বড় হয়েছ, তবুও আমার কাছে তুমি সবসময় ছোটই থাকবে। তোমার জন্য গর্বিত। চাই সারাজীবন খুব ভাল থেকো।'
