নিজস্ব সংবাদদাতা: বসন্তের সাজে সেজে বাগদেবীর আরাধনায় মেতেছেন টলি তারকারা। কেউ করছেন নিজের বাড়িতে পুজো। কেউ আবার শিক্ষার্থীদের সঙ্গে মেতে উঠেছেন।
সকাল থেকেই আজ ব্যস্ততায় 'চট্টোপাধ্যায়' বাড়ি। ছেলে মিশুকের সঙ্গে ১২ বছর পর বাড়ির পুজোয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুজোর ফাঁকে বাবা-ছেলের খুনসুটির মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন 'ইন্ডাস্ট্রি'।
অন্যদিকে, অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বেহালার নাচের স্কুলেও আজ সাজসাজ রব। ছাত্রীদের উদ্যোগেই পুজোর আয়োজন। নিজের হাতে আলপনা দেওয়া থেকে শুরু করে পুজোর জোগাড় করা, সবটাই আগের দিন থেকে সেরেছেন অপরাজিতা। আজকাল ডট ইন-এর কাছে আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী বলেন, "সরস্বতী পুজো এলেই স্কুলে যেতে ইচ্ছে করে। কুল খাওয়ার বায়না, দেবীর পায়ে বই রেখে পড়তে না বসা, পুজোর দিন দুপুরে খিচুড়ি ভোগ সবটাই বড্ড কাছের এখনও। আর সরস্বতী পুজো মানেই তো হাত ধরে প্রেম। যদিও আমাদের সেই সৌভাগ্য হয়নি। পুজোর দিন শাড়ি পরে বেরোলে পিছন পিছন কিছু ছেলেরা আসত, আড়চোখে দেখা হত এইটুকুই মজা ছিল।"
মা ইন্দ্রানী দত্তের সঙ্গে নাচের স্কুলে দেখা গেল রাজনন্দিনীকে। এদিন মায়ের শাড়ি পরেই সাজলেন তিনি। আজকাল ডট ইন-এ হাসিমুখে ধরা দিলেন মা-মেয়ে। রাজনন্দিনীর নাচের হাতে খড়ি মায়ের কাছেই। কতটা বাধ্য ছাত্রী ছিল সে? ইন্দ্রানী দত্তের কথায়, "প্রথম প্রথম ভাবত মায়ের কাছে সব ভুল মাফ। কিন্তু এত অমনোযোগী ছিল যে একবার সব ছাত্রীদের সামনে চড় কষিয়েছিলাম। যতটা না লেগেছিল তার থেকে অনেক বেশি মনে কষ্ট পেয়েছিল। তারপর থেকেই দারুণ পারফর্মেন্স।" মায়ের হাতে হাতে এদিন প্রসাদ গোছানো থেকে শুরু করে ছাত্রীদের দেখভাল সবেতেই সিদ্ধহস্ত দেখা গেল রাজনন্দিনীকে। প্রতিদিন যেন নিজের সঙ্গে লড়াইয়ে জেতেন এই প্রার্থনাই দেবীর কাছে করলেন রাজনন্দিনী।
