বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ছবি 'ধূমকেতু'। ১৪ আগস্ট সকাল থেকেই হলগুলোতে উপচে পড়ছে দর্শকের ভিড়। 'হাউসফুল বোর্ড' লেগেছে প্রায় প্রতিটি হলে। ইতিমধ্যেই এই ছবি ঘিরে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া ভেসে এসেছে সমাজমাধ্যমে। সকাল সাতটার শো-এও উপচে পড়েছে দেব-শুভশ্রী জুটির অনুরাগীদের ভিড়। ফলে হাসি ফুটেছে দেব-শুভশ্রীর সঙ্গে পরিচালক কৌশিক গাঙ্গুলি ও প্রযোজক রাণা সরকারের মুখেও।

পশ্চিমবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি। তাই এবার ওপার বাংলাতেও 'ধূমকেতু'র মুক্তির জন্য আবেদন করলেন প্রযোজক রাণা সরকার। শুক্রবার সমাজমাধ্যমে তিনি লেখেন, 'বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে। মাননীয় চিফ অ্যাডভাইজার জিওবি মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।'
তিনি আরও লেখেন, 'বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন।'
প্রযোজকের এই পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দেব-শুভশ্রীর বাংলাদেশী ভক্তরা। সেদিক থেকে দেখতে গেলে, ওপার বাংলাতেও রয়েছে দেব-শুভশ্রী জুটির অনুরাগীরা। দুই বাংলার দর্শকের থেকেই এক সময় দারুণ ভালবাসা পেয়েছিল তাঁদের অভিনীত ছবিগুলো। দীর্ঘ দশ বছর একসঙ্গে কাজ না করায় কিন্তু একটুও কমেনি এই জুটির জনপ্রিয়তা। তাই এত বছর বাদে যখন 'ধূমকেতু' মুক্তি পেয়েছে, তখন দর্শকের উন্মাদনা চোখে পড়ার মতো।
এমনকী এই জুটিকে শুধু 'ধূমকেতু'তে দেখে আশা মেটেনি অনুরাগীদের। তাঁদের দাবি, আরও একবার একসঙ্গে পর্দায় দেখবেন এই জুটিকে। 'ধূমকেতু'-র মুক্তি যখন দেব-শুভশ্রী অনুরাগীদের কাছে একই সঙ্গে হরষ-বিষাদ। একদিকে, এক দশক পর পর্দায় একসময়ের এই সুপারহিট জুটিকে ফের দেখতে পাওয়ার আনন্দ। অন্যদিকে, সম্ভবত, এই শেষবার তাঁরা হয়ত জুটি বেঁধে পর্দায় আসছেন, তা ভেবে হচ্ছে মনকেমনও। আর ঠিক এই জায়গাতেই চ্যালেঞ্জটা ছুড়েছেন রাণা। সমাজমাধ্যমের পাতায় গোটা, গোটা, স্পষ্ট হরফে রাণা সরকার লিখেছিলেন –'ধূমকেতু বক্স অফিস ৩০ কোটি হলে দেব- শুভশ্রী সিনেমা আবার হবে...
কথা দিয়েছিলাম ‘খাদান’ ও ‘সন্তান’ সুপারহিট হলে ধূমকেতু মুক্তি পাবে। আমার দেওয়া কথা আমি রেখেছি, আশা করি এবার আমাকে ভরসা করবে সবাই। আমি আবার কথা দিলাম, আপনারা চ্যালেঞ্জ নিন।'
রাণা সরকারের এই চ্যালেঞ্জ কি সফল হবে? কথা রাখবেন দেব-শুভশ্রীর অনুরাগীরা? এই ছবিকে ঘিরে যেমন চর্চা চলছে তা থেকে আশা ধরে রাখাই যায়!
