শেষ পর্যন্ত তিন বছরের ‘মুখ দেখাদেখি বন্ধ’ নোটিশ উপড়ে ফেলে ফের একসঙ্গে অঞ্জন দত্ত এবং প্রযোজক রাণা সরকার! দীর্ঘ তিন বছরের চাপানউতোর এবং আইনি লড়াইয়ের জটিলতা কাটিয়ে ফের পরস্পরের বন্ধুত্বের বৃত্তে পা রেখে দাঁড়ালেন দু’জনেই। সমাজমাধ্যমে সেই খবর নিজস্ব ছন্দেই অল্প কথায় ঘোষণা করলেন খোদ রাণা সরকার। অঞ্জন দত্তের সঙ্গে একটি নিজস্বী তুলে সেই ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে তাঁর পাশে হাসিমুখেই দাঁড়িয়ে পোজ দিয়েছেন অঞ্জন। বর্ষীয়ান শিল্পীর মুখ এক গাল দাড়ি-গোঁফ ঢাকা থাকলেও, তার মধ্যেও স্পষ্ট হাসিটি। আকাশে তখন পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে। সেই নরম জ্যোৎস্না এবার এসে লাগল বাংলা ছবিপ্রেমীদের মনেও।  ছবির সঙ্গে অঞ্জনের জনপ্রিয় গান ‘তুমি না থাকলে’-র একটি সংলাপও জুড়ে দিয়েছেন রাণা, যা যথেষ্ট ইঙ্গিতবাহী। লিখেছেন, “তুমি না থাকলে, মন কষাকষি  করে হাসাহাসি নাক ঘষাঘষি...রাপা রাপ্পাপা রাম পাম পা।” 

 

 


২০১০ সালে রাণা সরকারের প্রযোজনায় রঞ্জনা আমি আর এসব না ছবিটি পরিচালনা করেন অঞ্জন দত্ত। দর্শকমহলে ভূয়সী প্রশংসা কুড়োয় সেই ছবি। এছাড়াও একাধিক বিভাগে জাতীয় পুরস্কার পায় এই ছবিটি। এর প্রায় বছর দশেক পর শোনা গিয়েছিল রাণা সরকারের লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করবেন অঞ্জন। সেই মর্মে সমাজমাধ্যমে অঞ্জন দত্তের একটি মজার ছোট্ট ভিডিও পোস্ট করেছিলেন  রাণা নিজেও। সৃজিতের সেই ছবিটি নিয়ে তখন থেকেই আলোচনা শুরু হয়েছিল টলিপাড়ায়। যায় হোক, এরপরেই ছন্দপতন। অঞ্জন দত্তের সঙ্গে শুধু কথা-ই বন্ধ হওয়া নয়, বর্ষীয়ান শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের পর্যন্ত করে ফেলেছিলেন জাতিস্মর-এর প্রযোজক! 

 

ঘটনার শুরু পরিচালকের পরবর্তী বাংলা ছবি ‘বেলা বোসের জন্য’ নাম প্রকাশের পরেই। মূলত প্রযোজনার দায়িত্ব ছিল রাণা সরকারের উপর।  এনিয়ে অঞ্জন দত্ত-র সঙ্গে কথা চূড়ান্তও হয়ে যায়। ছবির জন্য অ্যাডভ্যান্সও দিয়ে দেন। কিন্তু তারপরেই ঘটে ছন্দপতন। পরিচালক অঞ্জন দত্ত এরপরেই ছবিটি তৈরি পরিকল্পনা বাতিল করে দেন। তবে এই মুহূর্তে জানা গিয়েছে, রাণা নয়, অন্য প্রযোজকের সঙ্গে ছবি বানাচ্ছেন অঞ্জন দত্ত। আর এখানে ক্ষেপে গিয়েছেন প্রযোজক রাণা সরকার। গিয়েছেন আদালতে। অঞ্জন এবং পরিচালক পুত্র নীল দত্ত-র বিরুদ্ধে তিনি মামলা করেন। ক্ষতিপূরণ হিসাবে ৫৭ লক্ষ টাকা চেয়েছেন রাণা।

 


তবে সেসব আজ অতীত। ফেসবুকের এই পোস্ট থেকেই স্পষ্ট ইঙ্গিত সম্পর্কের উন্নতি হয়েছে দু-তরফেই, বদলেছে পরিস্থিতি। তবে কী বেলা বোস-কে  শেষ অবধি ফোনে যোগাযোগ করতে পারবে? সে কি ফিরবে প্রেমিকের কাছে? ফের রাণার প্রযোজনায় বেলা বস ছবির কাজ শুরু করবেন অঞ্জন দত্ত। পোস্টে এক নেটিজেনও করেছেন সেই মন্তব্য “বেলা ফিরুক।”

 

 

সেই কমেন্টের পাল্টা জবাবে রাণা লিখেছেন, “হয়তো আরও বেশি কিছু!” সঙ্গে জুড়েছেন এক গাল হাসির ইমোজি।