সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
অনু কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতায় নারাজ প্রিয়াঙ্কা
'সাত খুন মাফ' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন অনু কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। ওই ছবিতে অনু কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি ছিলেন না প্রিয়াঙ্কা। এর কারণ হিসাবে মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা জানান যে, তিনি পরিচালকের থেকে শুনেছিলেন, যেহেতু তিনি কমার্শিয়াল ছবির নায়কের মতো দেখতে নন, তাই তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হননি প্রিয়াঙ্কা।
অক্ষয়ের সঙ্গে কার্তিকের তুলনা
'ভুল ভুলাইয়া ৩'-এর মুক্তি সামনেই। ছবিতে কার্তিক আরিয়ানের অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকরাও। কিন্তু 'ভুল ভুলাইয়া'-তে প্রথম এই চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। তাই কার্তিকের সঙ্গে অক্ষয় কুমারের তুলনা টানছেন অনেকেই। এর জবাবে সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে কার্তিক বলেন,"আমার সঙ্গে অক্ষয় কুমারের তুলনা করাটাই উচিৎ নয়। কারণ আমি ছোট থেকে ওঁর অভিনয় দেখে বড় হয়েছি। একসঙ্গে কমেডি ছবিতেও কাজ করতে চাই। কিন্তু ওঁর মতো এত বড় মাপের অভিনেতার সঙ্গে নিজের তুলনাটা মেনে নিতে পারি না।"
মৃদুলাকে আজও মানতে পারেননি পঙ্কজ ত্রিপাঠীর মা
অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর স্ত্রী মৃদুলা মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে জানান, এখনও পর্যন্ত তাঁর শাশুড়ি অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠীর মা তাঁদের বিয়েটা মেনে নিতে পারেননি। মৃদুলার কথায়, "পরিবারের অমতে গিয়ে ভালবেসে আমরা বিয়ে করি। তখনও কেউ প্রতিষ্ঠিত হয়নি। তাই বাড়ির কেউ আমাদের বিয়ে মানতে পারেননি। এমনকী আজও মেনে নেননি।"
