এসএস রাজামৌলির ছবি 'বারাণসী'র হাত ধরে পুনরায় ভারতীয় ছবিতে কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সদ্যই এই ছবির নাম এবং টিজার প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজির ছিলেন দেশি গার্লও। আদ্যোপান্ত দেশি লুকে এদিন হায়দরাবাদের এই অনুষ্ঠানে নজর কাড়েন তিনি। এরপর ভাইরাল হল তাঁর একটি অদেখা ভিডিও।
সোমবার প্রিয়াঙ্কা চোপড়া নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন 'বারাণসী' ছবির শেষ ইভেন্টের বিহাইন্ড দ্য সিন ক্লিপ। সেখানেই ভিডিওর একদম শুরুতেই দেখা যাচ্ছে অভিনেত্রী তেলুগু ভাষায় সংলাপ মুখস্থ করছেন। দর্শকদের কী বলেন অভিহিত করবেন, কী কী বলবেন সেটা লিখে রাখতেও দেখা যায় নায়িকাকে। এই অনুষ্ঠানের জন্য তিনি নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলেন সেটারই ঝলক দেখালেন।
প্রিয়াঙ্কার পোস্ট করা ভিডিওতে তাঁকে সাদা রঙের মাস্ক পরে তাঁকে তাঁর বক্তব্যের সারাংশ লিখে রাখতে দেখা যাচ্ছে। এত বছর কাজ করার পরেও, হলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার পরেও এদিন তিনি ইভেন্টের আগে রীতিমত নার্ভাস হয়ে পড়েন। অভিনেত্রী নিজেই এদিন জানান, সিনেমায় তেলুগু বলার তুলনায়, দর্শকদের সামনে তেলুগু ভাষায় কথা বলা বেশি চাপের।
প্রিয়াঙ্কার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তিনি পরিচালক এসএস রাজামৌলির সঙ্গে তাঁর এন্ট্রি লাইনগুলো ঝালিয়ে নিচ্ছেন। মহেশ বাবুর সঙ্গেও রিহার্সাল করতে দেখা যায় নায়িকাকে। তবে ওই যে কথাতেই আছে, 'অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে, মেকস জ্যাক এ ডাল বয়'। তাই এদিন কাজের ফাঁকে তাঁকে এবং মহেশ বাবুকে ভরপুর হাসি ঠাট্টা করতে দেখা যায়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মহেশ বাবুর স্ত্রী এবং কন্যা, নম্রতা শিরোদকর এবং সিতারা। তাঁদের সঙ্গেও এদিন কথা বলেন প্রিয়াঙ্কা।
এই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী লেখেন, 'বারাণসীর লঞ্চ আমার চোখ দিয়ে।' এই অনুষ্ঠানেই নায়িকা জানান পৃথ্বীরাজ সুকুমারানকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। শুধু তাই নয়, তাঁর লুক দুর্দান্ত হয়েছে এই ছবিতে। মহেশ বাবু এবং তাঁর পরিবারকে পিসি ধন্যবাদ দেন হায়দরাবাদে তাঁকে এতটা আন্তরিক ভাবে আপন করে নেওয়ার জন্য। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা একটি সাদা রঙের লেহেঙ্গা পরেছিলেন। তাঁর লুক দেখে নিক জোনাস এতটাই মুগ্ধ হন যে স্ত্রীর সেই সাজের খুল্লামখুল্লা প্রশংসা করেন তিনি।
'বারাণসী' ছবি প্রসঙ্গে কথা বলতে গেলে, মহেশ বাবু এই ছবিতে রুদ্রর চরিত্রে অভিনয় করবেন। প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে মন্দাকিনীর চরিত্রে। কুম্ভ হয়ে ধরা দেবেন পৃথ্বীরাজ।
