প্রিয়াঙ্কা চোপড়া ২০২১ সালের ‘দ্য হোয়াইট টাইগার’এর পর আবারও ভারতীয় ছবিতে ফিরছেন। এ বার তিনি এস. এস. রাজামৌলির পরিচালিত ‘গ্লোবট্রটার’এ অভিনয় করছেন। ১২ নভেম্বর ছবিতে তাঁর চরিত্র ‘মন্দাকিনী’র প্রথম ঝলক প্রকাশ্যে আসে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তারকা এবং ভক্তরা তাঁর লুক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ।

‘গ্লোবট্রটার’এর প্রথম ঝলক উন্মোচনের কয়েক ঘণ্টা আগে প্রিয়াঙ্কা এক্সে (পূর্বে টুইটার) ‘#AskPCJ’ সেশন আয়োজন করেন, যেখানে তিনি ছবিটি এবং তেলেগু শেখা নিয়ে কথা বলেন।

‘গ্লোবট্রটার’ একটি সাই-ফাই থ্রিলার হতে চলেছে। প্রথম পোস্টারে প্রিয়াঙ্কাকে দেখা যায় হলুদ শাড়ি পরে বন্দুক হাতে গুলি ছুঁড়তে। পোস্টার শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘দেখা যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু… মন্দাকিনীকে স্বাগত জানাও।’

পরিচালক এস. এস. রাজামৌলি প্রিয়াঙ্কাকে ভারতীয় চলচ্চিত্রে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। স্বাগতম, দেশি গার্ল!  দুনিয়া তোমার মন্দাকিনীর নানা রূপ দেখার অপেক্ষায়।’

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Priyanka (@priyankachopra)