প্রিয়াঙ্কা চোপড়া ২০২১ সালের ‘দ্য হোয়াইট টাইগার’এর পর আবারও ভারতীয় ছবিতে ফিরছেন। এ বার তিনি এস. এস. রাজামৌলির পরিচালিত ‘গ্লোবট্রটার’এ অভিনয় করছেন। ১২ নভেম্বর ছবিতে তাঁর চরিত্র ‘মন্দাকিনী’র প্রথম ঝলক প্রকাশ্যে আসে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তারকা এবং ভক্তরা তাঁর লুক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ।
‘গ্লোবট্রটার’এর প্রথম ঝলক উন্মোচনের কয়েক ঘণ্টা আগে প্রিয়াঙ্কা এক্সে (পূর্বে টুইটার) ‘#AskPCJ’ সেশন আয়োজন করেন, যেখানে তিনি ছবিটি এবং তেলেগু শেখা নিয়ে কথা বলেন।
‘গ্লোবট্রটার’ একটি সাই-ফাই থ্রিলার হতে চলেছে। প্রথম পোস্টারে প্রিয়াঙ্কাকে দেখা যায় হলুদ শাড়ি পরে বন্দুক হাতে গুলি ছুঁড়তে। পোস্টার শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘দেখা যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু… মন্দাকিনীকে স্বাগত জানাও।’
পরিচালক এস. এস. রাজামৌলি প্রিয়াঙ্কাকে ভারতীয় চলচ্চিত্রে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। স্বাগতম, দেশি গার্ল! দুনিয়া তোমার মন্দাকিনীর নানা রূপ দেখার অপেক্ষায়।’
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Priyanka (@priyankachopra)
‘মন্দাকিনী’র লুক প্রকাশের পর থেকেই তারকা এবং ভক্তদের প্রশংসার ঢল নামে। প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস স্ত্রীকে নতুন অবতারে দেখে লেখেন, ‘অসাধারণ!’ রণবীর সিং মন্তব্য করেন, ‘খুব কুল।’ নায়িকার প্রিয় বন্ধু ও দ্য অফিস–এর স্রষ্টা মিন্ডি কেলিংও তাঁর প্রসংশায় পঞ্চমুখ।
‘#AskPCJ’ সেশনে এক ভক্ত প্রশ্ন করেন, ‘এ কি তোমার ভারতীয় সিনেমায় মহা-প্রত্যাবর্তন, নাকি এক নতুন পিসিজে যুগের সূচনা?’ জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘আশা করি এটি আমার নতুন যুগের সূচনা এবং ভারতীয় চলচ্চিত্রে প্রত্যাবর্তন। নিশ্চিত নই, কিন্তু জানি এটি অসাধারণ কিছু হবে।’
আরেক ভক্ত লেখেন, ‘আমরা আপনাকে ভারতীয় সিনেমায় খুব মিস করেছি, আশা করি গ্লোবট্রটার কেবল শুরু। আমরা আপনাকে ভালবাসি, পিসিজে।’
প্রিয়াঙ্কা জবাব দেন, ‘ঈশ্বরের কৃপায়, আমি সারা বিশ্বে আমার সেরাটা দিতে চাই। আপনাদের ভালবাসা ও সমর্থন থাকলে সবই সম্ভব মনে হয়।’
‘গ্লোবট্রটার ’ হল ‘বাহুবলী’ এবং ‘আরআরআর’এর পর এস. এস. রাজামৌলির পরবর্তী ছবি। এর প্রথম ঝলক ১৫ নভেম্বর এক বিশাল আয়োজনে প্রকাশ করা হবে।
প্রিয়াঙ্কা বলিউড ও হলিউড—দুই জগতেই অসাধারণ সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ‘ফ্যাশন’, ‘বরফি!’, ‘বাজিরাও মস্তানি’ এবং ‘ডন ‘ সিরিজের মতো ছবিতে তাঁর অভিনয় তাঁকে জাতীয় পুরস্কার-সহ বহু সম্মান এনে দিয়েছে। তিনি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন—আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে মুখ্য ভূমিকায় অভিনয় করে তিনি সেখানেও জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। পরবর্তীতে ‘বেওয়াচ’, ‘দ্য হোয়াইট টাইগার ’ এবং ‘লাভ এগেইন’এর মতো হলিউড প্রজেক্টে কাজ করে তিনি গ্লোবাল আইকন হিসাবে পরিচিতি পান। এত বছর পর ভারতীয় ছবিতে ফিরে এসে ফের কোন চমক দেবেন তিনি? এখন সেটাই দেখার।