বলিউডের ‘দেশি গার্ল’ এখন আন্তর্জাতিক তারকা, কিন্তু শেকড়ের টান আর ঐতিহ্যকে তিনি ভোলেননি। প্রতি বছরের মতো এবারও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তাঁর স্বামী, মার্কিন গায়ক নিক জোনাসের জন্য করওয়া চৌথের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সেই প্রস্তুতিরই এক ঝলক তিনি তুলে ধরেছেন তাঁর অনুরাগীদের জন্য, যা ইতিমধ্যেই নজর কেড়েছে নেটদুনিয়ার।

 

 

 

 

 

করওয়া চৌথের উৎসব শুরু হওয়ার একদিন আগেই প্রিয়াঙ্কা তাঁর হাতে মেহেন্দি পরেছেন। বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই মেহেন্দির ডিজাইনটি ভাগ করেছেন, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে— তাঁর হাতের মাঝখানে লেখা রয়েছে স্বামীর নাম, 'নিকোলাস'। এর থেকেই বোঝা যায়, দুই সংস্কৃতির মধ্যে থেকেও প্রিয়াঙ্কা কতটা যত্নের সঙ্গে ভারতীয় প্রথা ও ঐতিহ্যকে ধরে রেখেছেন।

 

 

 

প্রিয়াঙ্কা চোপড়ার এই উৎসবের প্রস্তুতিতে তাঁর সঙ্গে যোগ দিয়েছে তাঁদের ছোট্ট মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসও। প্রিয়াঙ্কা যে ভিডিও ও ছবিগুলি শেয়ার করেছেন, সেখানে দেখা যায়, ছোট্ট মালতী মেরির হাতেও রয়েছে সুন্দর মেহেন্দির ডিজাইন। মা-মেয়ের এমন উৎসবের প্রস্তুতি মন জয় করেছে সকলের। একটি স্টোরিতে প্রিয়াঙ্কা তাঁর বন্ধু শিরিন চারানিয়াকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'কারওয়া চৌথে এটা শিরিনের কাজ।'

 

 

 

হলিউড ও বলিউডের কাজ সামলেও কখনওই ভারতীয় উৎসব উদযাপনে পিছপা হন না প্রিয়াঙ্কা। তিনি এবং নিক জোনাস, দু"জনেই যে যাঁর সংস্কৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তাঁদের বিয়েতেও যেমন ঐতিহ্যবাহী খ্রিস্টান মতে অনুষ্ঠান হয়েছিল, ঠিক তেমনই ছিল ভারতীয় পাঞ্জাবি প্রথা অনুসারে বিবাহ রীতি। ২০১৮ সালের ডিসেম্বরে রাজস্থানের উদয়পুরের উমেদ ভবন প্যালেসে তাঁদের চার হাত এক হয়।

 

 

আরও পড়ুন: লাপতা লেডিজ’-এর দুই নায়িকা এখন কোথায়? ‘দোস্তানা ২’ থেকে গোবিন্দার ছেলের ছবির বিপরীতে কি সত্যিই হাজির হচ্ছেন তাঁরা?

 

 

বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া তাঁর এবং নিক জোনাসের আধ্যাত্মিক সংযোগ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছিলেন,"আধ্যাত্মিকভাবে, নিক ও আমি আমাদের বিশ্বাস ও অনুভূতির দিক থেকে একই রকম। অবশ্যই আমরা দু'জন ভিন্ন বিশ্বাসে বড় হয়েছি। আমি মনে করি সব ধর্মের শেষ গন্তব্য একটাই— ঈশ্বর। তাই যে বিশ্বাসেই আমরা বড় হই না কেন, আমরা সবাই একই উচ্চ শক্তির দিকেই এগোচ্ছি, এবং এই বিষয়ে আমরা দু'জনেই একমত।"

 

 

 

 

২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে এই তারকা দম্পতি তাঁদের প্রথম সন্তান মালতীকে স্বাগত জানান। প্রিয়াঙ্কা ও নিক দু'জনেই খেয়াল রাখেন যাতে তাঁদের কন্যা দুই সংস্কৃতিরই রীতিনীতিগুলিকে আপন করে নিতে পারে। প্রতি বছরই, পৃথিবীর যেখানেই থাকুন না কেন, প্রিয়াঙ্কা ও নিক জোনাস অত্যন্ত আন্তরিকতা ও ভালবাসার সঙ্গে করওয়া চৌথ উদযাপন করেন। হাতের মেহেদিতে নিকের নাম লেখা প্রিয়াঙ্কার এই ছবিগুলি আরও একবার তাঁদের ভালবাসার বাঁধনকে সকলের সামনে তুলে ধরল।